নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১ | 266 বার পঠিত | প্রিন্ট
সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে শেয়ারবাজারে এসএমই প্ল্যাটফরমে অনুমোদন পাওয়া মাস্টার ফিড অ্যাগ্রোটেক লিমিটেডের কোয়ালিফাইয়েড ইনভেস্টরস অফারের বারাদ্দপ্রাপ্ত শেয়ার।
সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটির শেয়ার আজ মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।
এর আগে কোম্পানিটির গত ১২ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পরযন্ত আবেদন গ্রহণ সম্পন্ন করেছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৮৪তম কমিশন সভায় কোম্পানিটির কিউআই অফারের প্রস্তাব অনুমোদন করা হয়।
বিএসইসি সূত্র জানায়, মাস্টার ফিড কিউআই অফারে অভিহিত মূল্য ১০ টাকা দরে ১ কোটি শেয়ার বিক্রি করে ১০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। এই অর্থ কোম্পানিটি ব্যাংক কার্যকরি মূলধন ও কিউআই অফারের জন্য ব্যয় করবে।
৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৬৮ পয়সা। পুনঃমূল্যায়ন সঞ্চিতি ছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ১৪ টাকা ৮ পয়সা।
কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে আছে এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড এবং এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স ইনভেস্টমেন্টস লিমিটেড।
শেয়ারবাজার২৪
Posted ১০:২৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.