বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ নিষিদ্ধের পথে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৩ আগস্ট ২০২৫ | 205 বার পঠিত | প্রিন্ট

মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ নিষিদ্ধের পথে বিএসইসি

শেয়ারবাজারে মার্জিন ঋণ নিয়ে নতুন বিধিমালা চূড়ান্ত করার পথে রয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (১২ আগস্ট) অনুষ্ঠিত কমিশন সভায় ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর খসড়ায় অনুমোদন দিয়েছে সংস্থাটি।

নতুন বিধিমালা অনুযায়ী, মার্জিন ঋণ সুবিধা শুধুমাত্র ইক্যুইটি সিকিউরিটিজে বিনিয়োগের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ বিনিয়োগকারীরা কেবলমাত্র ‘এ’ ক্যাটাগরির সাধারণ শেয়ারে মার্জিন ঋণ নিতে পারবেন। মিউচুয়াল ফান্ড, বন্ড বা ডিবেঞ্চারে এই সুবিধা আর প্রযোজ্য হবে না।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একই সভায় ‘মার্জিন (সংশোধিত) রুলস, ২০২৫’-এর খসড়াও অনুমোদিত হয়েছে। এর ফলে ১৯৯৯ সালের মার্জিন রুলস কার্যত বাতিল হয়ে যাবে।

তিনি আরও জানান, নতুন বিধিমালায় ইক্যুইটি সিকিউরিটিজ বলতে ‘এ’ ক্যাটাগরির তালিকাভুক্ত সাধারণ শেয়ারকে বোঝানো হয়েছে। প্রস্তাবিত নিয়ম কার্যকর হলে মার্জিন ঋণ ব্যবহার করে কোনো মিউচুয়াল ফান্ড ইউনিট বা অন্য সিকিউরিটিজে বিনিয়োগ করা যাবে না।

খসড়া বিধিমালাটি জনমত যাচাইয়ের জন্য শিগগিরই বিএসইসির ওয়েবসাইট ও জাতীয় দৈনিকে প্রকাশ করা হবে। এরপর চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে বলে জানায় কমিশন।

 

Facebook Comments Box

Posted ১১:১৫ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ আগস্ট ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com