নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫ | 223 বার পঠিত | প্রিন্ট
3️⃣ অস্বাভাবিক দরবৃদ্ধিতে নজরদারিতে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, বিনিয়োগকারীদের জন্য ডিএসইর সতর্কতা
মাত্র ১৩ কার্যদিবসে ৩৪% দরবৃদ্ধি! প্রগতি লাইফ নিয়ে ডিএসইর সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক:
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। হঠাৎ এই দরবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিনিয়োগকারীদের সতর্কভাবে বিনিয়োগের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
ডিএসইর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রগতি লাইফের শেয়ারদর সম্প্রতি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় কোম্পানির কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
জবাবে কোম্পানির পক্ষ থেকে ডিএসইকে জানানো হয়েছে যে, কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দর বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ, শেয়ারদর বৃদ্ধির পেছনে কোম্পানির আর্থিক বা ঘোষণাভিত্তিক কোনো বিশেষ কারণ নেই।
🔹 অস্বাভাবিক দরবৃদ্ধির চিত্র
ডিএসই তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর ছিল ১৯৬ টাকা ৮০ পয়সা।
এরপর থেকে ধারাবাহিকভাবে শেয়ারটির মূল্য বাড়তে থাকে এবং ৬ অক্টোবর লেনদেন শেষে দাম দাঁড়ায় ২৬৩ টাকা ৫০ পয়সা।
অর্থাৎ, মাত্র ১৩ কার্যদিবসে শেয়ারের দর বেড়েছে ৬৬ টাকা ৭০ পয়সা বা প্রায় ৩৪ শতাংশ।
🔹 বিনিয়োগকারীদের প্রতি ডিএসইর সতর্কতা
এই অস্বাভাবিক দরবৃদ্ধিকে “অযৌক্তিক” বলে উল্লেখ করে ডিএসই বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেছে,
“বিনিয়োগের আগে কোম্পানির মৌলভিত্তি, আর্থিক অবস্থা ও পূর্বের কার্যক্রম বিশ্লেষণ করা জরুরি। শুধুমাত্র বাজারের গুজব বা হঠাৎ দরবৃদ্ধির ওপর ভিত্তি করে বিনিয়োগ করলে ক্ষতির ঝুঁকি বাড়তে পারে।”
🔹 বিশ্লেষকদের মন্তব্য
পুঁজিবাজার বিশ্লেষকরা মনে করছেন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারে সাম্প্রতিক সময়ের ক্রয়চাপ ও লেনদেন বৃদ্ধির ফলে স্পেকুলেটিভ (জল্পনাভিত্তিক) ট্রেডিং কার্যক্রম বেড়েছে। এটি স্বল্পমেয়াদে দাম বাড়ালেও, মৌলভিত্তি বিবেচনায় তা অস্থিতিশীল পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।
তারা মনে করেন, বিনিয়োগকারীদের উচিত হবে ডিএসইর সতর্কবার্তাকে গুরুত্ব দিয়ে কোম্পানির আর্থিক প্রতিবেদন ও বাস্তব কর্মদক্ষতা বিবেচনা করা।
Posted ১০:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.