সোমবার ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ভ্যাট-ট্যাক্স দিলেও অনিরাপত্তায় ব্যবসা কার্যক্রম: ব্যবসায়ীদের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২১ মে ২০২৫ | 245 বার পঠিত | প্রিন্ট

ভ্যাট-ট্যাক্স দিলেও অনিরাপত্তায় ব্যবসা কার্যক্রম: ব্যবসায়ীদের ক্ষোভ

সরকারকে নিয়মিত ভ্যাট ও কর পরিশোধ করেও অনাকাঙ্ক্ষিত ও ভীতিকর পরিস্থিতিতে ব্যবসা পরিচালনা করতে হচ্ছে বলে অভিযোগ তুলেছেন দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা। তাদের মতে, রাজনৈতিক পটপরিবর্তনের পরও কাঙ্ক্ষিত আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো নিশ্চিত হয়নি, বরং পণ্য পরিবহন ও নিরাপত্তা ঘাটতিতে ব্যবসার ব্যয় বেড়েছে।

বুধবার (২১ মে) রাজধানীতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত “ব্যবসা-বাণিজ্য সহজীকরণে উন্নত আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার অত্যাবশ্যকীয়তা” শীর্ষক মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন ব্যবসায়ী নেতারা। সভায় সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মওলা বলেন, “রাজনৈতিক পটপরিবর্তনের পর আমরা ভেবেছিলাম আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। বিশেষ করে স্থলবন্দর ব্যবহার করে বিদেশ থেকে পণ্য আনতে গিয়ে দালালের মাধ্যমে ট্রাক ভাড়া করায় খরচ অযথা বাড়ছে।”

তিনি আরও বলেন, “মৌলভীবাজার এলাকায় ট্রাকস্ট্যান্ড এলোমেলোভাবে পরিচালিত হওয়ায় বাবুবাজার ব্রিজে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, এতে সরবরাহ চেইন বাধাগ্রস্ত হচ্ছে। লালবাগ, কোতোয়ালি ও চকবাজার এলাকায় ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে সান্ধ্যকালীন পুলিশ টহল জোরদার করার প্রয়োজন রয়েছে।”

এসময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি মো. আবুল হাসেম, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি সৈয়দ মোহাম্মদ বশির উদ্দিন, বাংলাদেশ ডাল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি নেসার উদ্দিন খান, মনিহারি বণিক সমিতির সহ-সভাপতি হাজি ফয়েজউদ্দিন, মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি লুৎফুর রহমান বাবু, ধামরাই ইটভাটা মালিক সমিতির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, ডিসিসিআই পরিচালক এনামুল হক পাটোয়ারী, মতিঝিল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মহায়মেনুল ইসলাম এবং ডিসিসিআইয়ের সাবেক ঊর্ধ্বতন সহ-সভাপতি আব্দুস সালাম।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকীন। তিনি বলেন, “ব্যবসায়িক পরিবেশ উন্নয়নের জন্য কেবল নীতিগত সহায়তা যথেষ্ট নয়, স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিবেশ নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ।”

Facebook Comments Box

Posted ৯:৩৫ অপরাহ্ণ | বুধবার, ২১ মে ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com