রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৪৬ কোম্পানির ৭২ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১ | 162 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৪৬ কোম্পানির ৭২ কোটি টাকার লেনদেন

বুধবার (৩০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৬ কোম্পানির ৭২ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- ডেল্টা লাইফ, প্রাইম ব্যাংক, ন্যাশনাল ইন্স্যুরেন্স, অ্যাডভেন্ট ফার্মা, আনোয়ার গ্যালভানাইজিং, ব্যাংক এশিয়া, বিএটিবিসি, বিডি ফিন্যান্স, বিকন ফার্মা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ঢাকা ডাইং, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টার্ণ ব্যাংক, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, গ্রামীণফোন, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক, কেয়া কসমেটিকস, কাট্টালি টেক্সটাইল, লংকাবাংলা ফিন্যান্স, লাফার্জহোলসিম, মার্কেন্টাইল ব্যাংক, এমজেএলবিডি, ন্যাশনাল ফিড মিল, ন্যাশনাল হাউজিং, এনআরবিসি ব্যাংক, ফনিক্স ফিন্যান্স, পাইওনিয়র ইন্স্যুরেন্স, কুইন সাউথ টেক্সটাইল, আরডি ফুড, রবি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ, সিলকো ফার্মা, সোনালী পেপার,স্কয়ার ফার্মা, স্ট্যান্ডার্ড সিরামিকস ও সামিট পাওয়ার লিমিটেড। বুধবার ব্লক মার্কেটে এসব কোম্পানির এক কোটি ৪৪ লাখ ৬৬ হাজার ৯৪৫টি শেয়ার ৮৬ বার হাত বদল হয়েছে, যার বাজারমূল্য ৭২ কোটি ১৭ লাখ ২৩ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ডেল্টা লাইফের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৬১ লক্ষ ৪৫ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ প্রাইম ব্যাংকের ১১ কোটি ২১ লক্ষ ৫৪ হাজার টাকার, তৃতীয় সর্বোচ্চ বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৬ কোটি ৬০ লক্ষ ৫৬ হাজার টাকার, চতুর্থ সর্বোচ্চ স্কয়ার ফার্মার ৫ কোটি ৭৯ লক্ষ ৩৬ হাজার টাকার, পঞ্চম সর্বোচ্চ ব্রিটিশ আমেরিকান টোবাকোর ৫ কোটি ৩৬ লক্ষ টাকার, ষষ্ঠ সর্বোচ্চ ফরচুন সুজের ৪ কোটি ৬৩ লক্ষ ৮ হাজার টাকার, সপ্তম সর্বোচ্চ সিলকো ফার্মার ৩ কোটি ১ লক্ষ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, লংকাবাংলা ফাইন্যান্সের ২ কোটি ৮৬ লক্ষ ৬৩ হাজার টাকার, রবি আজিয়াটার ২ কোটি ৫৮ লক্ষ টাকার, ফনিক্স ফাইন্যান্সের ২ কোটি ৪৪ লক্ষ ৩০ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ১ কোটি ৭৬ লক্ষ ৪৮ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১ কোটি ৬০ লক্ষ টাকার, ইস্টার্ন ইন্সুরেন্সের ১ কোটি ২৪ লক্ষ ৯৫ হাজার টাকার, সি-পার্লের ১ কোটি ১০ লক্ষ ৩৬ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ১ কোটি ৫ লক্ষ ৩৪ হাজার টাকার, গ্রীন ডেল্টার ৯৮ লক্ষ ২৫ হাজার টাকার, সামিট পাওয়ারের ৯৭ লক্ষ ৪৬ হাজার টাকার, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ৯৪ লক্ষ ৩০ হাজার টাকার, কুইন সাউথের ৭২ লক্ষ ৩৮ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ৬৮ লক্ষ ৪০ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ৬৩ লক্ষ টাকার, নেশনাল হাউসিংয়ের ৫২ লক্ষ ৯৭ হাজার টাকার, গ্রামীণফোনের ৫২ লক্ষ ৫০ হাজার টাকার, মার্কেনটাইল ইন্স্যুরেন্সের ৩১ লক্ষ টাকার, ব্যাংক এশিয়ার ২৯ লক্ষ ৪৪ হাজার টাকার, অ্যাডভেন্টের ২৪ লক্ষ ৪২ হাজার টাকার, ডাচ বাংলা ব্যাংকের ২৩ লক্ষ ৫৭ হাজার টাকার, আইসিবিএএমসিএল দ্বিতীয় ২০ লক্ষ ৬৪ হাজার টাকার, সোনালী পেপারের ১৯ লক্ষ ৯০ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৯ লক্ষ ১৬ হাজার টাকার, কাট্টালী টেক্সটাইলের ১৮ লক্ষ ৬৮ হাজার টাকার, বিকনফার্মার ১৭ লক্ষ ৯২ হাজার টাকার, মোবিল যমুনার ১৭ লক্ষ ২২ হাজার টাকার, ঢাকা ডাইংয়ের ১৪ লক্ষ ২৫ হাজার টাকার, ক্রিস্টাল ইন্সুরেন্সের ১৪ লক্ষ ১১ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্সের ৯ লক্ষ ৬৭ হাজার টাকার, মার্কেন্টাইল ব্যাংকের ৯ লক্ষ ৩৮ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ৯ লক্ষ ৩ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ৭ লক্ষ ৬১ হাজার টাকার, ন্যাশনাল ফিড মিলের ৭ লক্ষ ২২ হাজার টাকার, রূপালী লাইফের ৬ লক্ষ ৬২ হাজার টাকার, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৬ লক্ষ ২০ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৫ লক্ষ ৭৬ হাজার টাকার, আর ডি ফুডের ৫ লক্ষ ৮ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ৫ লক্ষ ৭ হাজার টাকার, কেয়া কসমেটিকস ৫ লক্ষ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box
বিষয় :

Posted ১২:১৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]