নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১ | 253 বার পঠিত | প্রিন্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার (০২ নভেম্বর) ব্লক মার্কেটে ৩১টি কোম্পানির ২৪ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- ইসলামি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, আলহাজ টেক্সটাইল, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইজেনারেশন, এমারেল্ড ওয়েল, এফবিএফআইএফ, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক, এলআরবিডিএল, মার্কেন্টাইল ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, পেনেসুলা, ফার্মা এইড, পাওয়ার গ্রিড, প্রাইম টেক্সটাইল, রহিমা ফুড, সাফকো স্পিনিং, সাইফ পাওয়ার, শের্ফাড ইন্ডাস্ট্রিজ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার, শাহজিবাজার পাওয়ার এবং তসরিফা লিমিটেড।
এদিন ব্লক মার্কেটে এসব কোম্পানির মোট ৬৯ লাখ ৯২ হাজার ১৩ টাকার শেয়ার ৫৫ বার হাত বদল হয়েছে, যার বাজারমূল্য ২৪ কোটি ৭৬ লাখ ৫২ হাজার টাকা। ডিএসির সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের। এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ৭২ লাখ ৩ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ ব্র্যাক ব্যাংকের ৩ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকার, তৃতীয় সর্বোচ্চ ট্রাস্ট ব্যাংকের ৩ কোটি ৩৬ লাখ টাকার, চতুর্থ সর্বোচ্চ সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ২ কোটি ৩৬ লাখ টাকার লেনদেন হয়েছে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে – আলিফ ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৩৬ লাখ ৯০ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ২৫ লাখ ১২ হাজার টাকার ৮৩ লাখ ৮৩ হাজার টাকার, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৮৩ লাখ ৮৩ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১১ লাখ ৭০ হাজার টাকার, ইজেনারেশনের ৩০ লাখ ৫০ হাজার টাকার, এমারেল্ড ওয়েলের ১২ লাখ ৮২ হাজার টাকার, এফবিএফআইএফের ৭ লাখ ৮০ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ৮২ লাখ ৫০ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৩০ লাখ ৩ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ৯৬ লাখ টাকার, এলআরবিডিএলের ১৯ লাখ ৪৪ হাজার টাকার, মার্কেন্টাইল ব্যাংকের ১৯ লাখ টাকার, ন্যাশনাল ব্যাংকের ৫ লাখ ৪ হাজার টাকার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১৩ লাখ ৩০ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৩৩ লাখ ৬ হাজার টাকার, পেনেসুলার ৫ লাখ ১০ হাজার টাকার, ফার্মা এইডের ১৮ লাখ ৬৭ হাজার টাকার, পাওয়ার গ্রিডের ১৮ লাখ ৯ হাজার টাকার, প্রাইম টেক্সটাইলের ৫ লাখ ২০ হাজার টাকার, রহিমা ফুডের ৭ লাখ ৪৪ হাজার টাকার, সাফকো স্পিনিংর ৫ লাখ ৮০ হাজার টাকার, সাইফ পাওয়ারের ৬৬ লাখ ৬ হাজার টাকার, শের্ফাড ইন্ডাস্ট্রিজের ১২ লাখ ৯৫ হাজার টাকার, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৯ লাখ ৫৭ হাজার টাকার, সোনালী পেপারের ২৭ লাখ ৪৪ হাজার টাকার, শাহজিবাজার পাওয়ারের ১৮ লাখ ৯৩ হাজার টাকার এবং তসরিফার ৭৩ লাখ ৭২ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
শেয়ারবাজার২৪
Posted ৫:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.