নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১ | 298 বার পঠিত | প্রিন্ট
ঢাকা স্টক এক্সচেজ্ঞে (ডিএসই) আজ সোমবার (২০ সেপ্টেম্বর) ব্লক মার্কেটে ৩৬টি কোম্পানির ২২ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- বেক্সিমকো, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, গ্রামীণ ফোন, প্যারামাউন্ট টেক্সটাইল, এবি ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ,আলিফ ম্যানুফ্যাকচার, আমান ফিড, বিট্রিশ আমেরিকান টোবাকো, বে-লিজিং, বিবিএস ক্যাবলস, বেক্সিমকো ফার্মা, সিভিও পেট্রোকেমিক্যাল, ঢাকা ডাইং, ড্রাগন সোয়েটারস, ইর্স্টান ইন্স্যুরেন্স, হাইডেল বার্গ সিমেন্ট, আইএফআইসি ব্যাংক, ইসলামিক ফাইন্যান্স, যমুনা ব্যাংক, কাট্টালি টেক্সটাইল, লঙ্কাবাংলা ফাইন্যান্স, লার্জহোল সিম বাংলাদেশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, মুন্নু এগ্রো জেনারেল, আরডি ফুড, রূপালী ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ার, স্যালভো কেমিক্যাল, সোসাল ইসলামী ব্যাংক, সিলকো ফার্মাসিটিক্যাল, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ইউনাইটেড পাওয়ার এবং ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড লিমিটেড।
এদিন ব্লক মার্কেটে এসব কোম্পানির মোট ৩০ লাখ ১৯ হাজার ৭২৮ টাকার শেয়ার ৬৪ বার হাত বদল হয়েছে, যার বাজারমূল্য ২২ কোটি ৯৭ লাখ ৬৩ হাজার টাকা। ডিএসির সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকোর। এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি ৬৭ লাখ ৬০ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৩ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকার, তৃতীয় সর্বোচ্চ গ্রামীণ ফোনের ১ কোটি ৭০ লাখ ৫৫ হাজার টাকার, চতুর্থ সর্বোচ্চ প্যারামাউন্ট টেক্সটাইলের ১ কোটি ১৪ লাখ ৬ হাজার টাকার লেনদেন হয়েছে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- এবি ব্যাংকের ৮ লাখ ১০ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ৮ লাখ ১৯ হাজার টাকার, আলিফ ম্যানুফ্যাকচারের ৫ লাখ ১৭ হাজার টাকার, আমান ফিডের ৪৬ লাখ ৫৩ হাজার টাকার, বিট্রিশ আমেরিকান টোবাকোর ৫৯ লাখ ৮৭ হাজার টাকার, বে-লিজিংয়ের ১৩ লাখ ৪০ হাজার টাকার, বিবিএস ক্যাবলসের ৬ লাখ ২৪ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ২৭ লাখ ৫৬ হাজার টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ৭ লাখ ৩৫ হাজার টাকার, ঢাকা ডাইংয়ের ৩১ লাখ ৭২ হাজার টাকার, ড্রাগন সোয়েটারসের ৫ লাখ ৫ হাজার টাকার, ইর্স্টান ইন্স্যুরেন্সের ৭৭ লাখ টাকার, হাইডেল বার্গ সিমেন্টের ২৬ লাখ ৬৪ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ১৪ লাখ ৬৫ হাজার টাকার, ইসলামিক ফাইন্যান্সের ৩৯ লাখ ৬০ হাজার টাকার, যমুনা ব্যাংকের ৬ লাখ ৬ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ১৯ লাখ ৮৪ হাজার টাকার, লঙ্কাবাংলা ফাইন্যান্সের ৪৫ লাখ ৩০ হাজার টাকার, লার্জহোল সিম বাংলাদেশের ৫৫ লাখ ৮৫ হাজার টাকার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৩৩ লাখ ৮০ হাজার টাকার, মুন্নু এগ্রো জেনারেলের ৯ লাখ ৫৮ হাজার টাকার, আরডি ফুডের ৯৯ লাখ ৫৭ হাজার টাকার, রূপালী ইন্স্যুরেন্সের ৫ লাখ ৩৮ হাজার টাকার, সাইফ পাওয়ারের ২২ লাখ ১ হাজার টাকার, স্যালভো কেমিক্যালের ৪৪ লাখ ১৯ হাজার টাকার, সোসাল ইসলামী ব্যাংকের ১৮ লাখ ১২ হাজার টাকার, সিলকো ফার্মাসিটিক্যালের ৬ লাখ ১৩ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৬২ লাখ ২৮ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ব্যাংকের ১০ লাখ ৪০ হাজার টাকার, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৫ লাখ ২১ হাজার টাকার, ইউনাইটেড পাওয়ারের ১৪ লাখ ৯৫ হাজার টাকার এবং ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ডের ১৬ লাখ ২০ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
শেয়ারবাজার২৪
Posted ৪:৫২ অপরাহ্ণ | সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.