নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৭ জুন ২০২১ | 348 বার পঠিত | প্রিন্ট
করোনা সংক্রমণ মোকাবেলায় আগামী সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার । এর মধ্যে আগামী সোমবার থেকে বুধবার (৩০ জুন) পর্যন্ত লকডাউন চলবে সীমিত পরিসরে। আর বৃহস্পতিবার শুরু হবে ৭ দিনের সর্বাত্মক বা কঠোর লকডাউন।
আজ (২৭ জুন) সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে লকডাউনের বিস্তারিত জানিয়েছে। প্রজ্ঞাপন অনুসারে, আগামী বুধবার পর্যন্ত ব্যাংকসহ সব আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে।
বুধবার পর্যন্ত ব্যাংক লেনদেনের সময়সূচি অপরিবর্তিত থাকায় পুঁজিবাজারের লেনদেন সূচিতে কোনো পরিবর্তন আনেনি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তাই বর্তমান সময়সূচি অনুসারে আগামী ৩ দিন লেনদেন চলবে বাজারে। অর্থাৎ সকাল ১০ টায় লেনদেন শুরু হবে। আর তা বিরতিহীনভাবে বেলা আড়াইটা পর্যন্ত চলবে।
শেয়ারবাজার২৪
Posted ১১:৪৫ অপরাহ্ণ | রবিবার, ২৭ জুন ২০২১
sharebazar24 |
.
.