বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বীমা খাত : সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার কিনছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১ | 1566 বার পঠিত | প্রিন্ট

বীমা খাত : সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার কিনছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫১টি কোম্পানি রয়েছে। যার মধ্যে গত আগস্ট মাসে ৩০টি কোম্পানির শেয়ার বিক্রি করেছেন সাধারণ বিনিয়োগকারীরা। কোম্পানিগুলো হলো- অগ্রণী ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, নর্দার্ণ ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স। এসব কোম্পানিগুলোর শেয়ারগুলো কিনেছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। যে কারণে জুলাই মাসের তুলনায় সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার সংখ্যা কমলেও বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সবচেয়ে বেশি জনতা ইন্স্যুরেন্সের শেয়ার বিক্রি করেছেন সাধারণ বিনিয়োগকারীরা। জুলাই মাসে এ কোম্পানিরত সাধারণ বিনিয়োগকারীদের কাছে এ কোম্পানির ৫৪.২১ শতাংশ শেয়ার ছিল। এর মধ্যে আগস্ট মাসে ১৩.২৬ শতাংশ বিক্রি করে দেয়ায় সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে এ কোম্পানির ৪০.৯৫ শতাংশ শেয়ার। একই সময়ে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকরা ০.১০ শতাংশ শেয়ার বিক্রি করায় বর্তমানে তাদের কাছে ৩৮.১৯ শতাংশ শেয়ার রয়েছে। সাধারণ বিনিয়োগকারী ও উদ্যোক্তা পরিচালকদের মোট ১৩.৩৬ শতাংশ শেয়ার কিনেছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। যে কারণে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার সংখ্যা ৭.৫০ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২০.৩৬ শতাংশে।

অন্য কোম্পানিগুলোর মধ্যে-

অগ্রণী ইন্স্যুরেন্স : আগস্ট মাসে সাধারণ বিনিয়োগকারীরা ০.০৭ শতাংশ শেয়ার বিক্রি করায় তাদের কাছে কোম্পানিটির শেয়ার ৫৬.৭৪ শতাংশ থেকে কমে দাড়িয়েছে ৫৬.৬৭ শতাংশ। পক্ষান্তরে আগস্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাধারণ বিনিয়োগকারীদের বিক্রি করা ০.০৭ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন। এর ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়াগকারীদের কাছে ১৩.১১ থেকে বেড়ে ১৩.১৮ শতাংশে দাঁড়িয়েছে।

এশিয়া ইন্স্যুরেন্স : আগস্ট মাসে সাধারণ বিনিয়োগকারীরা ১.১৭ শতাংশ শেয়ার বিক্রি করায় তাদের কাছে কোম্পানিটির শেয়ার ২৯.১৯ শতাংশ থেকে কমে দাড়িয়েছে ২৮.০২ শতাংশ। পক্ষান্তরে আগস্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাধারণ বিনিয়োগকারীদের বিক্রি করা ১.১৭ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন। এর ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়াগকারীদের কাছে ২২.৫৪ থেকে বেড়ে ২৩.৭১ শতাংশে দাঁড়িয়েছে।

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স : আগস্ট মাসে সাধারণ বিনিয়োগকারীরা ২.৩৩ শতাংশ শেয়ার বিক্রি করায় তাদের কাছে কোম্পানিটির শেয়ার ৪১.৪০ শতাংশ থেকে কমে দাড়িয়েছে ৩৯.০৭ শতাংশে। পক্ষান্তরে আগস্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাধারণ বিনিয়োগকারীদের বিক্রি করা ২.৩৩ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন। এর ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়াগকারীদের কাছে ২০.৩৩ থেকে বেড়ে ২২.৬৬ শতাংশে দাঁড়িয়েছে।

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স : আগস্ট মাসে সাধারণ বিনিয়োগকারীরা ৫.৩৪ শতাংশ শেয়ার বিক্রি করায় তাদের কাছে কোম্পানিটির শেয়ার ৫৭.০৫ শতাংশ থেকে কমে দাড়িয়েছে ৫১.৭১ শতাংশে। পক্ষান্তরে আগস্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাধারণ বিনিয়োগকারীদের বিক্রি করা ৫.৩৪ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন। এর ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়াগকারীদের কাছে শেয়ার সংখ্যা ১০.৭০ থেকে বেড়ে ১৬.০৪ শতাংশে দাঁড়িয়েছে।

ক্রিস্টাল ইন্স্যুরেন্স : আগস্ট মাসে সাধারণ বিনিয়োগকারীরা ৪.৩৯ শতাংশ শেয়ার বিক্রি করায় তাদের কাছে কোম্পানিটির শেয়ার ৩৪.৩৯ শতাংশ থেকে কমে দাড়িয়েছে ৩০ শতাংশে। পক্ষান্তরে আগস্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাধারণ বিনিয়োগকারীদের বিক্রি করা ৪.৩৭ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন। এর ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়াগকারীদের কাছে শেয়ার সংখ্যা ৫.৫৮ থেকে বেড়ে ৯.৯৫ শতাংশে দাঁড়িয়েছে। এ সময়ে ০.০১ শতাংশ শেয়ার কিনেছেন বিদেশি বিনিয়োগকারীরা। এর ফলে আগস্টে বিদেশি বিনিয়োগ ০.০৩ থেকে বেড়ে দাঁড়িয়েছে ০.০৪ শতাংশে।

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স : আগস্ট মাসে সাধারণ বিনিয়োগকারীরা ০.৪০ শতাংশ শেয়ার বিক্রি করায় তাদের কাছে কোম্পানিটির শেয়ার ৪৮.৮৭ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৪৮.৪৭ শতাংশে। একই সময়ে ০.২২ শতাংশ শেয়ার বিক্রি করেছে বিদেশি বিনিয়োগকারীরা। এর ফলে আগস্টে বিদেশি বিনিয়োগ ০.৪৪ থেকে কমে দাঁড়িয়েছে ০.২২ শতাংশে। পক্ষান্তরে আগস্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিদেশি ও সাধারণ বিনিয়োগকারীদের বিক্রি করা ০.৬২ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন। এর ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়াগকারীদের কাছে শেয়ার সংখ্যা ১৪.০৫ থেকে বেড়ে ১৪.৬৭ শতাংশে দাঁড়িয়েছে।

দেশ জেনারেল ইন্স্যুরেন্স : আগস্ট মাসে সাধারণ বিনিয়োগকারীরা ০.৯১ শতাংশ শেয়ার বিক্রি করায় তাদের কাছে কোম্পানিটির শেয়ার ৩৫.৬৫ শতাংশ থেকে কমে দাড়িয়েছে ৩৪.৭৪ শতাংশে। পক্ষান্তরে আগস্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাধারণ বিনিয়োগকারীদের বিক্রি করা ০.৯১ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন। এর ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়াগকারীদের কাছে শেয়ার সংখ্যা ৪.৩৫ থেকে বেড়ে ৫.২৬ শতাংশে দাঁড়িয়েছে।

ঢাকা ইন্স্যুরেন্স : আগস্ট মাসে সাধারণ বিনিয়োগকারীরা ০.৪৬ শতাংশ শেয়ার বিক্রি করায় তাদের কাছে কোম্পানিটির শেয়ার ৩৪.১৯ শতাংশ থেকে কমে দাড়িয়েছে ৩৩.৭৩ শতাংশে। পক্ষান্তরে আগস্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাধারণ বিনিয়োগকারীদের বিক্রি করা ০.৪৬ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন। এর ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়াগকারীদের কাছে শেয়ার সংখ্যা ৪.৩৪ থেকে বেড়ে ৪.৮০ শতাংশে দাঁড়িয়েছে।

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স : আগস্ট মাসে সাধারণ বিনিয়োগকারীরা ৪.৪৫ শতাংশ শেয়ার বিক্রি করায় তাদের কাছে কোম্পানিটির শেয়ার ১৯.০৪ শতাংশ থেকে কমে দাড়িয়েছে ৩৩.৩৮ শতাংশে। একই সময়ে ২ শতাংশ শেয়ার বিক্রি করেছেন উদ্যোক্তা পরিচালকরা। এর ফলে বর্তমানে কোম্পানিটির শেয়ার সংখ্যা পরিচালকদের কাছে ৪৩.১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪১.১৩ শতাংশে। পক্ষান্তরে আগস্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা উদ্যোক্তা পরিচালক ও সাধারণ বিনিয়োগকারীদের বিক্রি করা ৬.৪৫ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন। এর ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়াগকারীদের কাছে শেয়ার সংখ্যা ১৯.০৪ থেকে বেড়ে ২৫.৪৯ শতাংশে দাঁড়িয়েছে।

এক্সপ্রেস ইন্স্যুরেন্স : আগস্ট মাসে সাধারণ বিনিয়োগকারীরা ৩.২৯ শতাংশ শেয়ার বিক্রি করায় তাদের কাছে কোম্পানিটির শেয়ার ৩৫.২৮ শতাংশ থেকে কমে দাড়িয়েছে ৩১.৯৯ শতাংশে। পক্ষান্তরে আগস্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাধারণ বিনিয়োগকারীদের বিক্রি করা ৩.২৯ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন। এর ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়াগকারীদের কাছে শেয়ার সংখ্যা ৪.৭২ থেকে বেড়ে ৮.০১ শতাংশে দাঁড়িয়েছে।

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স : আগস্ট মাসে সাধারণ বিনিয়োগকারীরা ১.১৯ শতাংশ শেয়ার বিক্রি করায় তাদের কাছে কোম্পানিটির শেয়ার ২৭.৪২ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ২৬.২৩ শতাংশে। একই সময়ে ০.১০ শতাংশ শেয়ার বিক্রি করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। এর ফলে আগস্টে বিদেশি বিনিয়োগ ০.৮১ থেকে কমে দাঁড়িয়েছে ০.৭১ শতাংশে। পক্ষান্তরে আগস্টে বিদেশি ও সাধারণ বিনিয়োগকারীদের বিক্রি করা ১.২৯ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। এর ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়াগকারীদের কাছে শেয়ার সংখ্যা ৪১.২২ থেকে বেড়ে ৪২.৫১ শতাংশে দাঁড়িয়েছে।

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স : আগস্ট মাসে সাধারণ বিনিয়োগকারীরা ২.১৬ শতাংশ শেয়ার বিক্রি করায় তাদের কাছে কোম্পানিটির শেয়ার ৪৪.১৬ শতাংশ থেকে কমে দাড়িয়েছে ৪২ শতাংশে। একই সময়ে ১.৪৮ শতাংশ শেয়ার কিনেছে করেছেন উদ্যোক্তা পরিচালকরা। এর ফলে বর্তমানে কোম্পানিটির শেয়ার সংখ্যা পরিচালকদের কাছে ৩৩.৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৫.৩২ শতাংশে। পক্ষান্তরে আগস্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা উদ্যোক্তা পরিচালক ও সাধারণ বিনিয়োগকারীদের বিক্রি করা ০.৬৮ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন। এর ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়াগকারীদের কাছে শেয়ার সংখ্যা ১৪থেকে বেড়ে ১৪.৬৮ শতাংশে দাঁড়িয়েছে।

কর্ণফুলী ইন্স্যুরেন্স : আগস্ট মাসে সাধারণ বিনিয়োগকারীরা ২.৬৯ শতাংশ শেয়ার বিক্রি করায় তাদের কাছে কোম্পানিটির শেয়ার ৬৬.০৭ শতাংশ থেকে কমে দাড়িয়েছে ৬৩.৩৮ শতাংশে। পক্ষান্তরে আগস্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাধারণ বিনিয়োগকারীদের বিক্রি করা ২.৬৯ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন। এর ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়াগকারীদের কাছে শেয়ার সংখ্যা ৩.৭৫ থেকে বেড়ে ৬.৪৪ শতাংশে দাঁড়িয়েছে।

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স : আগস্ট মাসে সাধারণ বিনিয়োগকারীরা ০.৫৯ শতাংশ শেয়ার বিক্রি করায় তাদের কাছে কোম্পানিটির শেয়ার ৪৪.৭০ শতাংশ থেকে কমে দাড়িয়েছে ৪৪.১১ শতাংশে। পক্ষান্তরে আগস্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাধারণ বিনিয়োগকারীদের বিক্রি করা ০.৫৯ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন। এর ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়াগকারীদের কাছে শেয়ার সংখ্যা ২৪.৮৯ থেকে বেড়ে ২৫.৪৮ শতাংশে দাঁড়িয়েছে।

মার্কেন্টাইল ইন্স্যুরেন্স : আগস্ট মাসে সাধারণ বিনিয়োগকারীরা ৮.১৪ শতাংশ শেয়ার বিক্রি করায় তাদের কাছে কোম্পানিটির শেয়ার ৫৫.৮২ শতাংশ থেকে কমে দাড়িয়েছে ৪৭.৬৮ শতাংশে। এক সময়ে ২.৩৭ শতাংশ শেয়ার বিক্রি করেছেন উদ্যোক্তা পরিচালকরা। এর ফলে বর্তমানে কোম্পানিটির শেয়ার সংখ্যা পরিচালকদের কাছে ৩৪.১৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩১.৮২ শতাংশে। পক্ষান্তরে আগস্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা উদ্যোক্তা পরিচালক ও সাধারণ বিনিয়োগকারীদের বিক্রি করা ১০.৫১ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন। এর ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়াগকারীদের কাছে শেয়ার সংখ্যা ৯.৯৯ থেকে বেড়ে ২০.৫০ শতাংশে দাঁড়িয়েছে।

নিটল ইন্স্যুরেন্স : আগস্ট মাসে সাধারণ বিনিয়োগকারীরা ০.০২ শতাংশ শেয়ার বিক্রি করায় তাদের কাছে কোম্পানিটির শেয়ার ৫৭.০২ শতাংশ থেকে কমে দাড়িয়েছে ৫৭ শতাংশে। পক্ষান্তরে আগস্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাধারণ বিনিয়োগকারীদের বিক্রি করা ০.০১ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন। এর ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়াগকারীদের কাছে শেয়ার সংখ্যা ৭.৯৮ থেকে বেড়ে ৭.৯৯ শতাংশে দাঁড়িয়েছে।

নর্দার্ণ ইন্স্যুরেন্স : আগস্ট মাসে সাধারণ বিনিয়োগকারীরা ১.৭৫ শতাংশ শেয়ার বিক্রি করায় তাদের কাছে কোম্পানিটির শেয়ার ৫২.৪৩ শতাংশ থেকে কমে দাড়িয়েছে ৫০.৬৮ শতাংশে। পক্ষান্তরে আগস্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাধারণ বিনিয়োগকারীদের বিক্রি করা ১.৭৫ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন। এর ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়াগকারীদের কাছে শেয়ার সংখ্যা ১৬.০২ থেকে বেড়ে ১৭.৭৭ শতাংশে দাঁড়িয়েছে।

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স : আগস্ট মাসে সাধারণ বিনিয়োগকারীরা ৪.০৩ শতাংশ শেয়ার বিক্রি করায় তাদের কাছে কোম্পানিটির শেয়ার ৪৮.০৮ শতাংশ থেকে কমে দাড়িয়েছে ৪৪.০৫ শতাংশে। পক্ষান্তরে আগস্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাধারণ বিনিয়োগকারীদের বিক্রি করা ৪.০৩ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন। এর ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়াগকারীদের কাছে শেয়ার সংখ্যা ১৭.১৩ থেকে বেড়ে ৪.০৩ শতাংশে দাঁড়িয়েছে।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স : আগস্ট মাসে সাধারণ বিনিয়োগকারীরা ০.০৮ শতাংশ শেয়ার বিক্রি করায় তাদের কাছে কোম্পানিটির শেয়ার ৪৪.২৮ শতাংশ থেকে কমে দাড়িয়েছে ৪৪.২০ শতাংশে। পক্ষান্তরে আগস্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাধারণ বিনিয়োগকারীদের বিক্রি করা ০.০৮ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন। এর ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়াগকারীদের কাছে শেয়ার সংখ্যা ৭.২০ থেকে বেড়ে ৭.২৮ শতাংশে দাঁড়িয়েছে।

ফিনিক্স ইন্স্যুরেন্স : আগস্ট মাসে সাধারণ বিনিয়োগকারীরা ১.৮৪ শতাংশ শেয়ার বিক্রি করায় তাদের কাছে কোম্পানিটির শেয়ার ৫৮.৬৫ শতাংশ থেকে কমে দাড়িয়েছে ৫৬.৮১ শতাংশে। এক সময়ে ২ শতাংশ শেয়ার বিক্রি করেছেন উদ্যোক্তা পরিচালকরা। এর ফলে বর্তমানে কোম্পানিটির শেয়ার সংখ্যা পরিচালকদের কাছে ৩৬.০২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৪.০২ শতাংশে। পক্ষান্তরে আগস্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা উদ্যোক্তা পরিচালক ও সাধারণ বিনিয়োগকারীদের বিক্রি করা ৩.৮৪ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন। এর ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়াগকারীদের কাছে শেয়ার সংখ্যা ৫.৩৩ থেকে বেড়ে ৯.১৭ শতাংশে দাঁড়িয়েছে।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স : আগস্ট মাসে সাধারণ বিনিয়োগকারীরা ০.৭৮ শতাংশ শেয়ার বিক্রি করায় তাদের কাছে কোম্পানিটির শেয়ার ৬১.১১ শতাংশ থেকে কমে দাড়িয়েছে ৬০.৩৩ শতাংশে। পক্ষান্তরে আগস্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাধারণ বিনিয়োগকারীদের বিক্রি করা ০.৭৮ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন। এর ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়াগকারীদের কাছে শেয়ার সংখ্যা ৮.৫৯ থেকে বেড়ে ৯.৭৮ শতাংশে দাঁড়িয়েছে।

প্রাইম ইন্স্যুরেন্স : আগস্ট মাসে সাধারণ বিনিয়োগকারীরা ০.৭৩ শতাংশ শেয়ার বিক্রি করায় তাদের কাছে কোম্পানিটির শেয়ার ৫৮.৩৫ শতাংশ থেকে কমে দাড়িয়েছে ৫৭.৬২ শতাংশে। এক সময়ে ৩.০৫ শতাংশ শেয়ার বিক্রি করেছেন উদ্যোক্তা পরিচালকরা। এর ফলে বর্তমানে কোম্পানিটির শেয়ার সংখ্যা পরিচালকদের কাছে ৩০.৫২ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৭.৪৭ শতাংশে। পক্ষান্তরে আগস্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা উদ্যোক্তা পরিচালক ও সাধারণ বিনিয়োগকারীদের বিক্রি করা ৩.৭৮ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন। এর ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়াগকারীদের কাছে শেয়ার সংখ্যা ১১.১৩ থেকে বেড়ে ১৪.৯১ শতাংশে দাঁড়িয়েছে।

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স : আগস্ট মাসে সাধারণ বিনিয়োগকারীরা ০.৪১ শতাংশ শেয়ার বিক্রি করায় তাদের কাছে কোম্পানিটির শেয়ার ২২.৪২ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ২২.০১ শতাংশে। পক্ষান্তরে একই সময়ে ০.০২ শতাংশ শেয়ার কিনেছেন বিদেশি বিনিয়োগকারীরা। এর ফলে আগস্টে বিদেশি বিনিয়োগ ০.০৪ থেকে বেড়ে দাঁড়িয়েছে ০.০৬ শতাংশে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ০.৩৯ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন। এর ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়াগকারীদের কাছে শেয়ার সংখ্যা ৩৯.৪৬ থেকে বেড়ে ৩৯.৮৫ শতাংশে দাঁড়িয়েছে।

পূরবী জেনারেল ইন্স্যুরেন্স : আগস্ট মাসে সাধারণ বিনিয়োগকারীরা ২.৯৬ শতাংশ শেয়ার বিক্রি করায় তাদের কাছে কোম্পানিটির শেয়ার ৪৭.৩৪ শতাংশ থেকে কমে দাড়িয়েছে ৪৪.৩৮ শতাংশে। পক্ষান্তরে আগস্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাধারণ বিনিয়োগকারীদের বিক্রি করা ২.৯৬ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন। এর ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়াগকারীদের কাছে শেয়ার সংখ্যা ২০.৯১ থেকে বেড়ে ২৩.৮৭ শতাংশে দাঁড়িয়েছে।

রূপালী ইন্স্যুরেন্স : আগস্ট মাসে সাধারণ বিনিয়োগকারীরা ১.২৬ শতাংশ শেয়ার বিক্রি করায় তাদের কাছে কোম্পানিটির শেয়ার ৪১.২৯ শতাংশ থেকে কমে দাড়িয়েছে ৪০.০৩ শতাংশে। পক্ষান্তরে আগস্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাধারণ বিনিয়োগকারীদের বিক্রি করা ১.২৬ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন। এর ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়াগকারীদের কাছে শেয়ার সংখ্যা ১২.৪৬ থেকে বেড়ে ১৩.৭২ শতাংশে দাঁড়িয়েছে।

রূপালী লাইফ ইন্স্যুরেন্স : আগস্ট মাসে সাধারণ বিনিয়োগকারীরা ৪.৫৭ শতাংশ শেয়ার বিক্রি করায় তাদের কাছে কোম্পানিটির শেয়ার ৫৮.৪২ শতাংশ থেকে কমে দাড়িয়েছে ৫৩.৮৫ শতাংশে। পক্ষান্তরে আগস্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাধারণ বিনিয়োগকারীদের বিক্রি করা ৪.৫৭ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন। এর ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়াগকারীদের কাছে শেয়ার সংখ্যা ৯.৫১ থেকে বেড়ে ১৪.০৮ শতাংশে দাঁড়িয়েছে।

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স : আগস্ট মাসে সাধারণ বিনিয়োগকারীরা ০.৭৫ শতাংশ শেয়ার বিক্রি করায় তাদের কাছে কোম্পানিটির শেয়ার ৫৭.১৯ শতাংশ থেকে কমে দাড়িয়েছে ৫৬.৪৪ শতাংশে। পক্ষান্তরে আগস্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাধারণ বিনিয়োগকারীদের বিক্রি করা ০.৭৫ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন। এর ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়াগকারীদের কাছে শেয়ার সংখ্যা ১১.২২ থেকে বেড়ে ১১.৯৭ শতাংশে দাঁড়িয়েছে।

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স : আগস্ট মাসে সাধারণ বিনিয়োগকারীরা ৩.১৩ শতাংশ শেয়ার বিক্রি করায় তাদের কাছে কোম্পানিটির শেয়ার ২৬.২৩ শতাংশ থেকে কমে দাড়িয়েছে ২৩.১০ শতাংশে। পক্ষান্তরে আগস্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাধারণ বিনিয়োগকারীদের বিক্রি করা ৩.১৩ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন। এর ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়াগকারীদের কাছে শেয়ার সংখ্যা ৮.৪৫ থেকে বেড়ে ১১.৫৮ শতাংশে দাঁড়িয়েছে।

ইউনাইটেড ইন্স্যুরেন্স : আগস্ট মাসে সাধারণ বিনিয়োগকারীরা ০.৪৪ শতাংশ শেয়ার বিক্রি করায় তাদের কাছে কোম্পানিটির শেয়ার ১৯.২৪ শতাংশ থেকে কমে দাড়িয়েছে ১৮.৮০ শতাংশে। পক্ষান্তরে আগস্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাধারণ বিনিয়োগকারীদের বিক্রি করা ০.৪৪ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন। এর ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়াগকারীদের কাছে শেয়ার সংখ্যা ৩২.১৫ থেকে বেড়ে ৩২.৫৯ শতাংশে দাঁড়িয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box
বিষয় :

Posted ১১:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com