বৃহস্পতিবার ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বিমা খাতে সেরা পারফরম্যান্সের স্বীকৃতি, অ্যাওয়ার্ড পেল ১৩ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ | 459 বার পঠিত | প্রিন্ট

বিমা খাতে সেরা পারফরম্যান্সের স্বীকৃতি, অ্যাওয়ার্ড পেল ১৩ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : বিমা খাতে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আইডিআরএ ইনস্যুরেন্স এক্সেলেন্ট অ্যাওয়ার্ড–২০২৫-এর জন্য মোট ১৩টি বিমা কোম্পানিকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে নন-লাইফ বিমা খাতে শীর্ষ অবস্থান অর্জন করেছে প্রগতি ইনস্যুরেন্স লিমিটেড এবং লাইফ বিমা খাতে সেরা নির্বাচিত হয়েছে মেটলাইফ।

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এক বিজ্ঞপ্তিতে জানায়, রোববার অনুষ্ঠিত কর্তৃপক্ষের ১৯২তম বোর্ড সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিমা খাতে সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি, ইতিবাচক ভাবমূর্তি তৈরি এবং দক্ষ ও সুশাসনসম্পন্ন প্রতিষ্ঠানগুলোর অবদানকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এই অ্যাওয়ার্ড প্রবর্তন করা হয়েছে।

আইডিআরএ আরও জানায়, সুশাসন, আর্থিক শৃঙ্খলা, দাবি নিষ্পত্তির দক্ষতা, ব্যবসা সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচক বিশ্লেষণ করে ২০২৫ সালের জন্য লাইফ ও নন-লাইফ—এই দুই ক্যাটাগরিতে সেরা বিমা কোম্পানিগুলো নির্বাচন করা হয়েছে।

🏆 নন-লাইফ বিমা খাত

মূল্যায়নে প্রথম স্থান অর্জন করেছে প্রগতি ইনস্যুরেন্স লিমিটেড। দ্বিতীয় স্থানে রয়েছে সাধারণ বীমা করপোরেশন, তৃতীয় স্থানে রিলায়েন্স ইনস্যুরেন্স এবং চতুর্থ স্থানে অবস্থান করছে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স।
পঞ্চম স্থানে যৌথভাবে নির্বাচিত হয়েছে ইস্টল্যান্ড ইনস্যুরেন্স, সেনা ইনস্যুরেন্স ও ইউনাইটেড ইনস্যুরেন্স লিমিটেড।

🏆 লাইফ বিমা খাত

লাইফ বিমা খাতে সর্বোচ্চ পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছে মেটলাইফ। দ্বিতীয় স্থানে রয়েছে প্রগতি লাইফ ইনস্যুরেন্স এবং তৃতীয় স্থানে অবস্থান করছে ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।
চতুর্থ স্থানে নির্বাচিত হয়েছে জীবন বিমা করপোরেশন। পঞ্চম স্থানে যৌথভাবে রয়েছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড।

আইডিআরএ জানিয়েছে, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের সময়সূচি ও অন্যান্য কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অবহিত করা হবে।

Facebook Comments Box

Posted ৭:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com