বৃহস্পতিবার ২৫শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বিমা খাতের ভেতরের তথ্য অপব্যবহার ও শেয়ারবাজার কারসাজির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ | 125 বার পঠিত | প্রিন্ট

বিমা খাতের ভেতরের তথ্য অপব্যবহার ও শেয়ারবাজার কারসাজির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাবেক চেয়ারম্যান ড. এম. মোশাররফ হোসেনের বিরুদ্ধে শেয়ারবাজারে কারসাজি, দুর্নীতি এবং সিকিউরিটিজ আইন ভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ এই তদন্ত পরিচালনার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে তদন্ত শেষ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটি কারা
তিন সদস্যের তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন বিএসইসির উপ-পরিচালক মওদুদ মোমেন। তার সঙ্গে থাকবেন সহকারী পরিচালক মো. মেহেদী হাসান রনি এবং নাভিদ হাসান খান।

এই কমিটি ড. মোশাররফ হোসেনের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ গভীরভাবে খতিয়ে দেখবে। বিশেষ করে বিভিন্ন বিমা কোম্পানির অভ্যন্তরীণ তথ্য ব্যবহার করে ডিভিডেন্ড বণ্টন ও বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ণ করার অভিযোগগুলোকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।

তদন্তের আওতায় যেসব বিমা কোম্পানি
তদন্তের অন্তর্ভুক্ত পাঁচটি বিমা কোম্পানি হলো—

  • ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

  • পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

  • প্রভাতি ইন্স্যুরেন্স

  • এশিয়া ইন্স্যুরেন্স

  • ইস্টার্ন ইন্স্যুরেন্স

এছাড়া প্রভিডেন্ট ফান্ড বা অন্যান্য প্রাতিষ্ঠানিক তহবিল ব্যবহার করে শেয়ারবাজারে কারসাজি হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০২২ সালের ১৫ জুন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন ড. মোশাররফ। তবে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আগেই উঠেছিল। একই বছরের অক্টোবরে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) একটি বিস্তারিত প্রতিবেদন দুদককে পাঠিয়েছিল, যেখানে তার আর্থিক অনিয়ম ও লেনদেনের বিষয়ে সন্দেহজনক তথ্য পাওয়া যায়।

 

Facebook Comments Box

Posted ১২:১৮ অপরাহ্ণ | সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com