সোমবার ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বিনিয়োগকারী নিরাপত্তা তহবিল জোরদারে বিএসইসির যুগান্তকারী পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৭ মে ২০২৫ | 183 বার পঠিত | প্রিন্ট

বিনিয়োগকারী নিরাপত্তা তহবিল জোরদারে বিএসইসির যুগান্তকারী পদক্ষেপ

শেয়ারবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বড় ধরনের উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সমন্বিত গ্রাহক হিসাব (CSE: Consolidated Customer Account) থেকে অর্জিত সুদের ২৫ শতাংশ ‘স্টক এক্সচেঞ্জ ইনভেস্টরস প্রটেকশন ফান্ড’-এ জমা দিতে হবে।

মঙ্গলবার (২৭ মে) বিএসইসির ৯৫৬তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। পরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কমিশনের পরিচালক ও মুখপাত্র আবুল কালাম।

সিদ্ধান্ত অনুযায়ী, ব্রোকারেজ হাউজের মাধ্যমে পরিচালিত গ্রাহক হিসাবগুলোর অব্যবহৃত অর্থ ব্যাংকে জমা থাকলে তা থেকে যে সুদ আয় হয়, সেই পুরো আয়ের ওপর এতদিন ব্রোকাররাই অধিকার রাখতেন। কিন্তু নতুন নির্দেশনার ফলে, এখন সেই আয়ের এক-চতুর্থাংশ জমা দিতে হবে বিনিয়োগকারী সুরক্ষা তহবিলে (Investor Protection Fund)। বাকি ৭৫ শতাংশ আগের মতো ব্রোকার হাউজগুলো ব্যবহার করতে পারবে।

বিএসইসি মনে করছে, এই পদক্ষেপ বিনিয়োগকারীদের জন্য একটি সহায়ক রক্ষাকবচ হিসেবে কাজ করবে। বিশেষ করে শেয়ারবাজারে অস্থিরতা ও ঝুঁকিপূর্ণ সময়ে এই তহবিল বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ বা প্রণোদনায় ব্যবহৃত হতে পারে।

বাজার বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত বিনিয়োগকারী আস্থা পুনর্গঠনে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি শেয়ারবাজারে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ জোরদারে সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Facebook Comments Box

Posted ৬:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ মে ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com