নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ | 278 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানি—সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা ও আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড—২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানায়, কোম্পানি দুটি বিইএফটিএন (BEFTN) সিস্টেমের মাধ্যমে বিনিয়োগকারীদের ক্যাশ ডিভিডেন্ড নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করেছে।
২০২৪ অর্থবছরের জন্য সি পার্ল রিসোর্ট ঘোষণা করেছিল ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড। যা নির্ধারিত সময়সীমার মধ্যেই বিতরণ করা হয়েছে।
অন্যদিকে, আইপিডিসি ফাইন্যান্স ২০২৪ সালের জন্য মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল, যার মধ্যে ৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ বোনাস শেয়ার ছিল। ঘোষণার পর ক্যাশ অংশটি ইতোমধ্যে বিনিয়োগকারীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
এদিকে সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা নির্ধারিত ব্যাংক হিসাব যাচাই করে ডিভিডেন্ড পাওয়ার বিষয়টি নিশ্চিত হতে পারবেন। সংশ্লিষ্ট কোম্পানির ওয়েবসাইটেও ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।
Posted ৮:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.