রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদায়ী সপ্তাহে ৬ কোম্পানিকে শোকজ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৯ জুন ২০২৩ | 241 বার পঠিত | প্রিন্ট

বিদায়ী সপ্তাহে ৬ কোম্পানিকে শোকজ

বিদায়ী সপ্তাহে (০৪- ০৮ জুন) ৬ কোম্পানিকে শোকজ করেছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ৬টি হলো- পপুলার লাইফ, মেঘনা লাইফ, ফাইন ফুড, ওরিয়ন ইনফিউশন, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং ইসলামি ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা যায়।

জানা যায় কোম্পানি ছয়টির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই উল্লেখিত ৬ কোম্পানির কর্তৃপক্ষকে তদন্ত নোটিশ পাঠায়।

ডিএসইর চিঠির জবাবে ওই ৬ কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানি ছয়টির শেয়ার দর অস্বাভাবিক হারে বেড়েছে।

পপুলার লাইফ: গত ১১ মে কোম্পানিটির শেয়ার দর ছিল ৬৪ টাকা ৪০ পয়সা। আজ ০৮ জুন কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ৯৭ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৩ টাকা ৫০ বা ৫২ শতাংশ।

মেঘনা লাইফ: গত ১১ মে কোম্পানিটির শেয়ার দর ছিল ৬৭ টাকা ৮০ পয়সা। আজ ০৮ জুন কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ১৩০ টাকা ৯০ পয়সায় বা । অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬৬ টাকা ১০ পয়সা বা ৯৭ শতাংশ।

ইসলামি ইন্স্যুরেন্স: গত ০২ মে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩৯ টাকা ২০ পয়সা। আজ ০৮ জুন কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ৫৮ টাকা ২০ পয়সায়। অর্থাৎ একমাসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৯ টাকা বা ৪৮ শতাংশ।

ওরিয়ন ইনফিউশন: গত ২৭ মার্চ কোম্পানিটির শেয়ার দর ছিল ২৬২ টাকা ১০ পয়সা। আজ ২২ মে কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ৩৭৯ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ একমাসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১১৭ টাকা ৬০ পয়সা বা ৪৫ শতাংশ। সবশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৪৩ টাকা ৪০ পয়সায়।

ফাইন ফুড: গত ০১ মার্চ কোম্পানিটির শেয়ার দর ছিল ৬০ টাকা ৯০ পয়সা। আজ ০৮ জুন কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ১০৭ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪৬ টাকা ৭০ পয়সা বা ৭৭ শতাংশ।

আলিফ ইন্ডাস্ট্রিজ: গত ২৫ মে কোম্পানিটির শেয়ার দর ছিল ৫৩ টাকা ৪০ পয়সা। আজ ০৭ জুন কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ৮০ টাকা ২০ পয়সায়। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৬ টাকা ৮০ পয়সা বা ৫০ শতাংশ। সবশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭৭ টাকা ৯০ পয়সায়।

 

 

 

Facebook Comments Box

Posted ৮:৩৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ জুন ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]