নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ | 32 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১৬-২০ নভেম্বর, ২০২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে হয়েছে উল্লেখযোগ্য লেনদেন। মোট ১০২ কোটি ৭৫ লাখ টাকার বেশি মূল্যের শেয়ার হাতবদল হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনই ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
Paste-Ready Copy
ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে কেপিবি পাওয়ার বিল্ড বাংলাদেশ লিমিটেড (KBPPWBIL)–এর শেয়ারে। কোম্পানিটির মোট লেনদেনের পরিমাণ ছিল ২১ কোটি ৭৪ লাখ ৩০ হাজার টাকা। সপ্তাহ শেষে শেয়ারটির বাজারদর ছিল ৬০ টাকা ৯০ পয়সা।
দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড (PRIMEBANK)। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেন হয়েছে ২০ কোটি ৬৬ লাখ ৩০ হাজার টাকা, যেখানে শেয়ারটির সর্বশেষ দাম ছিল ২৭ টাকা ৭০ পয়সা।
তৃতীয় স্থানে রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (SIMTEX)। কোম্পানিটির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮ কোটি ৪৮ লাখ ৩০ হাজার টাকা। শেয়ারের শেষ দর ছিল ২৭ টাকা ৫০ পয়সা।
চতুর্থ স্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড (FINEFOODS)। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেন হয়েছে ৬ কোটি ৪৭ লাখ টাকা, আর শেয়ারটির শেষ দর ছিল ৩০৫ টাকা ৭০ পয়সা।
পঞ্চম স্থানে রয়েছে লাভেলো আইসক্রিম পিএলসি (LOVELLO)। প্রতিষ্ঠানটির লেনদেন ছিল ৫ কোটি ৫২ লাখ ৮০ হাজার টাকা, যেখানে শেয়ারের শেষ মূল্য ৭৮ টাকা ২০ পয়সা।
ষষ্ঠ স্থানে রয়েছে মনো সেরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (MONNOCERA)। ব্লক মার্কেটে কোম্পানিটির লেনদেন হয়েছে ৫ কোটি ৩৩ লাখ ৪০ হাজার টাকা, আর শেয়ারশেষ দাম ছিল ৭৫ টাকা ৭০ পয়সা।
সপ্তম স্থানে আছে জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড (GQBALLPEN)। কোম্পানিটির লেনদেন হয়েছে ৪ কোটি ১৮ লাখ টাকা, শেয়ারের শেষ দাম ৪১৩ টাকা ৪০ পয়সা।
অষ্টম স্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড (NBL)। ব্লক মার্কেটে কোম্পানিটির লেনদেন হয়েছে ২ কোটি ৮৭ লাখ ৬০ হাজার টাকা, আর শেয়ারের দাম ছিল ৩ টাকা ৩০ পয়সা।
নবম স্থানে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড (CITYGENINS)। প্রতিষ্ঠানটির লেনদেন দাঁড়িয়েছে ২ কোটি ৪৭ লাখ ৭০ হাজার টাকা, শেয়ারের শেষ দাম ৭৫ টাকা।
তালিকার দশম স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড (SQURPHARMA)। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ২ কোটি ৪৪ লাখ ৭০ হাজার টাকা, যেখানে শেয়ারের শেষ দর ছিল ২০১ টাকা।
Posted ১২:৪০ পূর্বাহ্ণ | শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.