বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বিডি ওয়েল্ডিংয়ের শেয়ার বিক্রির অনুমতি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | 167 বার পঠিত | প্রিন্ট

বিডি ওয়েল্ডিংয়ের শেয়ার বিক্রির অনুমতি

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতে কোম্পানি বাংলাদেশ (বিডি) ওয়েল্ডিং ইলেক্ট্রোডস লিমিটেডের শেয়ার বিক্রির অনুমতি পেয়েছে রাষ্ট্রয়াত্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশ (আইসিবি)। প্রতিষ্ঠানটির কাছে থাকা বিডি ওয়েল্ডিংয়ের শেয়ার বিক্রির অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এ বিষয়ে অনুমতি দিয়ে একটি চিঠি আইসিবির ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠিয়েছে বিএসইসি। একই সঙ্গে বাংলাদেশ ওয়েল্ডিং ইলেক্ট্রোডস, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালককে অবহিত করা হয়েছে। এর আগে, গত মাসে বাংলাদেশ ওয়েল্ডিংয়ের শেয়ার কেনার জন্য সি পার্ল বিচ রিসোর্টকে অনুমোদন দেয় কমিশন।

বিএসইসির চিঠিতে জানানো হয়েছে, আইসিবি ও আইসিবি ইউনিট ফান্ডের চারটি বিও হিসাবে থাকা বিডি ওয়েল্ডিংয়ের মোট ২ কোটি ১৮ লাখ ৯১ হাজার ৩৯৮টি শেয়ার স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে ডিপজেটরি (ব্যবহারিক, ২০০৩) আইনের ৪২ বিধানের অধীনে শেয়ার ক্রয় চুক্তি সাপেক্ষে বিক্রি করবে। সেক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার মধ্যে শেয়ার ক্রয় চুক্তি অনুযায়ী আলোচনা করা মূল্যে এবং সিডিবিএলের আইনসহ অন্যান্য প্রাসঙ্গিক সিকিউরিটিজ আইন এবং প্রযোজ্য উৎসে কর কর্তনের পাশাপাশি উল্লেখিত শর্ত পালনের নির্দেশ দেওয়া হলো।

শর্তগুলোর মধ্যে রয়েছে, বিক্রেতা এবং ক্রেতা এই বিষয়ে উৎসে কর জমা দেবে এবং স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্তি প্রবিধানের রেগুলেশনের প্রয়োজনীয়তা অনুসারে উপযুক্ত ঘোষণা দেবে। সেই সঙ্গে প্রস্তাবিত শেয়ার হস্তান্তরের কাজ শেষে মো. আমিনুল হক এবং মো. একরামুল হক নামের ক্রেতারা বাংলাদেশ ওয়েল্ডিংয়ের পরিচালনা পর্ষদে একজন বা একাধিক ব্যক্তিকে পরিচালক হিসেবে মনোনীত করবেন। একই সঙ্গে শেয়ার ক্রেতাদের পরিচালকদের ৩০ শতাংশ শেয়ারধারণ বজায় রাখতে হবে।

এছাড়া কমিশন উল্লিখিত লেনদেনের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (উল্লেখযোগ্য প্রাপ্তি অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব) বিধিমালা, ২০১৮ এর ক্ষমতা আইন মওকুফ করেছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৯:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com