শনিবার ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বিক্রেতা সঙ্কটে হল্টেড ১১ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০২ আগস্ট ২০২১ | 473 বার পঠিত | প্রিন্ট

বিক্রেতা সঙ্কটে হল্টেড ১১ কোম্পানির শেয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানি। এগুলো হলো- এমারেল্ড অয়েল, মেট্রো স্পিনিং, তাওফিকা ফুডস, ইনডেক্স অ্যাগ্রো, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, প্যাসিফিক ডেনিমস, এএফসি অ্যাগ্রো, আরএসআরএম স্টিল, বিবিএস ও গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা শুন্য হয়ে যায় এসব কোম্পানির শেয়ার। এ সময়ে এসব শেয়ারের ক্রেতা থাকলেও বিক্রেতা ছিলনা। যে কারণে কোম্পানিগুলোর শেয়ার বিক্রিতা সঙ্কটে হল্টেড হয়ে যায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ বেলা ১টা পর্যন্ত এমারেল্ড অয়েলের স্ক্রিনে ৩ লাখ ৩১ হাজার ৬৩৮টি শেয়ার ক্রয়রে আবেদন থাকলেও বিক্রেতা ছিলনা। এ সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৫ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময়ে বিক্রেতা পাওয়া যায়নি মেট্রো স্পিনিয়ের শেয়ারের। এ সময় কোম্পানিটির ২৮ লাখ ৩ হাজার ৮৫৭টি শেয়ার ক্রয়ের আবেদন ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২১ টাকা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ১৯ টাকা ১০ পয়সা।

এছাড়া, এ সময়ে ক্রেতা থাকলেও বিক্রেতা ছিলনা তাওফিকা ফুডস, ইনডেক্স অ্যাগ্রো, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, প্যাসিফিক ডেনিমস, এএফসি অ্যাগ্রো, আরএসআরএম স্টিল, বিবিএস ও গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৪৫ অপরাহ্ণ | সোমবার, ০২ আগস্ট ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]