বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বিএসইসি চেয়ারম্যান পদত্যাগ করছেন না: গুজব উড়িয়ে দিলেন অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২০ মে ২০২৫ | 272 বার পঠিত | প্রিন্ট

বিএসইসি চেয়ারম্যান পদত্যাগ করছেন না: গুজব উড়িয়ে দিলেন অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ নিয়ে নতুন করে গুজব ছড়িয়েছে। রোববার (১৯ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এই গুঞ্জনের সূত্র ধরে শেয়ারবাজারেও অস্থিরতা দেখা দেয়। তবে সরকার এবং বিএসইসি উভয়পক্ষই এই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

সোমবার (২০ মে) সচিবালয়ে এক সাংবাদিক সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “রাশেদ মাকসুদ ভালোভাবে কাজ করছেন। তাঁর পদত্যাগ চাওয়ার মানে কী? কেউ কি আবার শিবলী রুবাইয়াতকে চায়?” তিনি আরও জানান, রাশেদ মাকসুদ বিএসইসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দায়িত্বে থাকবেন।

এদিন অর্থ উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন বিএসইসি চেয়ারম্যানও। তিনি গুজব প্রসঙ্গে বলেন, “প্রতিদিন আমার পদত্যাগের গল্প ছড়ানো হয়। অথচ আমি এসেছি প্রধান উপদেষ্টার দেওয়া পাঁচ দফা নির্দেশনার অগ্রগতি জানাতে। সেটাকেই ঘুরিয়ে-প্যাঁচিয়ে গুজবে রূপ দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “এভাবে প্রতিদিন ভিত্তিহীন গুজব ছড়ালে কাজ করবে কে? বাজারের জন্য সবচেয়ে জরুরি হলো আস্থা ও স্থিতিশীলতা। অথচ কিছু গুজব সেই আস্থায় আঘাত করছে।”

রাশেদ মাকসুদ জানান, বৈঠকে আসন্ন বাজেট নিয়ে আলোচনা হয়েছে এবং শেয়ারবাজারে কিছু প্রণোদনার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বাজেট প্রস্তুতকারক সংস্থা।

উল্লেখ্য, এর আগেও বেশ কয়েক দফা খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ নিয়ে গুজব ছড়ায়, যা শেয়ারবাজারে প্রভাব ফেলেছিল। তবে প্রত্যেকবারই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারীদের মাঝে আস্থা ফিরিয়ে আনতে গুজব রোধ এবং তথ্যের স্বচ্ছতা বজায় রাখা জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা।

Facebook Comments Box

Posted ১১:৪৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ মে ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com