নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০১ মার্চ ২০২৩ | 141 বার পঠিত | প্রিন্ট
আজ ১ মার্চ বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) এর ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) এর প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান। সভায় ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের জন্য সমিতির বার্ষিক প্রতিবেদন এবং নিরীক্ষিত আর্থিক বিবরণী গৃহীত হয়, বিবেচনা করা হয় এবং সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। বিএমবিএ এর সাধারণ সম্পাদক রিয়াদ মতিনপ্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) এর প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান বলেছেন, শিগগিরই শেয়ারবাজারে ঘুরে দাঁড়াবে। অ্যাসোসিয়েশন সবসময় শেয়ারবাজারের স্বার্থের প্রচার ও সুরক্ষার জন্য হাতে হাত মিলিয়ে কাজ করে মার্চেন্ট ব্যাংকারদের ব্যবসার পরিসর সম্প্রসারণের জন্য শেয়ারবাজারে নতুন পণ্য বিকাশের ওপর জোর দিতে হবে। এছাড়াও আগামী দিনে একটি প্রাণবন্ত বাজারের জন্য সকল সদস্য ও স্টেকহোল্ডারদের সহযোগিতা কামনা করেছেন।
এই সময় আরও উপস্থিত ছিলেন বিএমবিএর প্রথম সহ-সভাপতি মাজেদা খাতুন, দ্বিতীয় সহ-সভাপতি মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহিম ও কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য এবং সমিতির সাধারণ সদস্যবৃন্দ।
শেয়ারবাজার২৪
Posted ৭:৩৫ অপরাহ্ণ | বুধবার, ০১ মার্চ ২০২৩
sharebazar24 | sbazaradmin
.
.