নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ | 204 বার পঠিত | প্রিন্ট
৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৫০ শতাংশ বোনাস লভ্যাশ ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক লিমিটেড। প্রস্তাবিত এই ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড অনুমোদনের জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করেছে ব্যাংকটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এর আগে ব্যাংকটি গত ১৬ জুন বিএসইসিতে আনুষ্ঠানিকভাবে এই বোনাস ইস্যুর আবেদন জমা দেয়। কমিশনের অনুমোদন পাওয়ার পর সংশ্লিষ্ট বছরের শেয়ারহোল্ডারদের মাঝে ৫ শতাংশ বোনাস শেয়ার বিতরণ করবে ব্যাংকটি।
২০২৪ অর্থবছরের জন্য মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ঢাকা ব্যাংক। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস। বোনাস শেয়ার ইস্যুর মূল উদ্দেশ্য হলো বাসেল-৩ নীতিমালার আওতায় মূলধন শক্তিশালী করা, যা ব্যাংকটির দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে।
বোনাসের ঘোষণায় বুধবার (১৮ জুন) ডিএসইতে ঢাকা ব্যাংকের শেয়ারদর ০.৯৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ১০ টাকা ৭০ পয়সায়।
অন্যদিকে, চলতি বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) শেষে ব্যাংকটি মুনাফা প্রবৃদ্ধির ইতিবাচক চিত্র দেখিয়েছে। জানুয়ারিতে প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, এই প্রান্তিকে নিট মুনাফা দাঁড়ায় ৮৪ কোটি ৬৩ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি। একই সময়ের মধ্যে শেয়ারপ্রতি আয় (ঊচঝ) ৭৬ পয়সা থেকে বেড়ে দাঁড়ায় ৮৪ পয়সা।
তবে বার্ষিকভাবে ২০২৪ সালের নিরীক্ষিত প্রতিবেদনে নিট মুনাফা ২৩ শতাংশ হ্রাস পেয়ে ১২৮ কোটি ১৩ লাখ টাকায় নেমে এসেছে, যা ২০২৩ সালে ছিল ১৬৬ কোটি ৫২ লা
Posted ৭:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.