নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৯ আগস্ট ২০২১ | 384 বার পঠিত | প্রিন্ট
প্রথম প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। আজ সোমবার (২৯ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় এই প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) ১৬ টাকা ৯ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ২ টাকা ৩২ পয়সা।
আলোচ্য সময়ে প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ২৪ পয়সা, যা গত বছর মাইনাস ১০ টাকা ৩৪ পয়সা ছিল।
গত ৩১ এপ্রিল, ২০২১ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪৮ টাকা ৮৭ পয়সা।
শেয়ারবাজার২৪
Posted ১১:২৭ অপরাহ্ণ | সোমবার, ০৯ আগস্ট ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.