নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১২ নভেম্বর ২০২৫ | 156 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) ঘোষণা করেছে। আগের অর্থবছরেও কোম্পানিটি একই হারে নগদ লভ্যাংশ প্রদান করেছিল।
কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরে বিএসসি’র শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ১০ পয়সা, যা গত অর্থবছরের ১৬ টাকা ৩৭ পয়সা থেকে বেড়েছে। অর্থাৎ, বছরওয়ারি তুলনায় কোম্পানিটির মুনাফা বৃদ্ধি পেয়েছে।
তবে আলোচ্য বছরে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) কিছুটা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ১১ টাকা ৯৬ পয়সা, যেখানে আগের বছর ছিল ৩১ টাকা ০৮ পয়সা।
২০২৫ সালের ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১০৪ টাকা ৮৪ পয়সা, যা আগের বছরের ১০১ টাকা ৯৭ পয়সা থেকে বেশি।
আগামী ১০ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ নভেম্বর। এজিএমের স্থান পরবর্তীতে জানানো হবে বলে কোম্পানি জানিয়েছে।
Posted ১১:১০ অপরাহ্ণ | বুধবার, ১২ নভেম্বর ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.