নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ | 137 বার পঠিত | প্রিন্ট
গতকাল সপ্তাহের প্রথম কর্মদিবস শেয়ারবাজারের লেনদেন উত্থান প্রবণতায় শুরু হয়। তবে বড় মূলধনী কয়েকটি কোম্পানির সেল প্রেসারে উত্থানের বাজার দরপতন ঘটে। এর ফলে শুরুর উত্থান পতনের বৃত্তে আটকে যায় শেষবেলায়।
এদিন বড় মূলধনী ৫টি কোম্পানি শেয়ারবাজারকো সাপোর্ট দিতে দেখা গেছে। কোম্পানিগুলো হলো-ইসলামী ব্যাংক, খান ব্রাদার্স, ওরিয়ন ইনফিউশন, গ্রামীণফোন ও সী পার্ল রিসোর্ট।
কোম্পানিগুলোর শেয়ার গতকাল উত্থান প্রবণতায় থাকায় ডিএসইর সূচকের পতন কম হয়েছে ১৩ পয়েন্টের বেশি। অর্থাৎ গতকাল যদি এই ৫টি কোম্পানির শেয়ারদর না বাড়তো, তাহলে ডিএসইর সূচকের আরও পতন হতো ১৩ পয়েন্ট।
ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে এসকে ট্রিমস : নিজস্ব প্রতিবেদক: গতকাল ১৫ সেপ্টেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে এসকে ট্রিমসের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ১০.০০ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৮ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দেশ গার্মেন্টসের দর বেড়েছে ৮ টাকা ৫০ পয়সা বা ৯.৯৪ শতাংশ। এদিন প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৯৪ টাকায় লেনদেন হয়েছে।
আর ২ টাকা ১০ পয়সা বা ৯.৮৫ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের। গতকাল প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৩ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সি পার্ল হোটেলের ৯.৮৫ শতাংশ, এমারেল্ড অয়েলের ৯.৫৮ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৯.৪৯ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৮.৯৬ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৮.৭৪ শতাংশ, সোনালী পেপারের ৭.৪৫ শতাংশ এবং কেডিএস এক্সেসরিজের ৭.০০ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজার২৪
Posted ৮:১৫ অপরাহ্ণ | সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.