নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৩ জুলাই ২০২৫ | 709 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে দীর্ঘদিন ধরে চলমান ফ্লোর প্রাইস বিধিনিষেধ থেকে বেক্সিমকো লিমিটেড-এর মুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, বাজারে বর্তমান কিছুটা স্থিতিশীলতা ফিরে আসায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ কোম্পানির ওপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহারের ব্যাপারে চিন্তাভাবনা করছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহের মধ্যেই বেক্সিমকোর ফ্লোর প্রাইস তুলে নেওয়া হতে পারে। বিএসইসি ও ডিএসই উভয় সংস্থা বাজার পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিতে পারে বলে জানা গেছে। যদিও বড় মূলধনী কোম্পানি হওয়ায় সূচকে তাৎক্ষণিক নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে, তবু বাজার সংশ্লিষ্টদের মতে, বর্তমানে বাজারে সেই চাপ সামলানোর মতো পর্যাপ্ত সহনশীলতা রয়েছে।
২০২০ সালের ১৯ মার্চ, কভিড-১৯ পরিস্থিতিতে বাজার পতন ঠেকাতে বিএসইসি প্রথমবারের মতো ফ্লোর প্রাইস আরোপ করে। পরে তা ২০২১ সালের জুনে প্রত্যাহার করা হলেও ২০২২ সালের জুলাইয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধজনিত অর্থনৈতিক অস্থিরতার কারণে দ্বিতীয় দফায় আবারও তা চালু হয়।
২০২৪ সালের ২৮ আগস্ট অনুষ্ঠিত বিএসইসির ৯১৬তম জরুরি কমিশন সভায়, ইসলামী ব্যাংক এবং বেক্সিমকো ছাড়া বাকি সব কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে ইসলামী ব্যাংকের ফ্লোর প্রাইস তুলে নেওয়া হলেও বেক্সিমকোর ক্ষেত্রে তা বহাল থাকে, ফলে এখনো পর্যন্ত কোম্পানিটির শেয়ারদরে ১০% সার্কিট ব্রেকার প্রযোজ্য রয়েছে।
বিবিধ খাতের ‘বি’ ক্যাটাগরির কোম্পানি বেক্সিমকো লিমিটেড ১৯৮৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯৪৩ কোটি ২৩ লাখ ৬০ হাজার টাকা এবং বিপরীতে রিজার্ভ ৭,৫৯২ কোটি ৭১ লাখ টাকা।
২০২৪-২৫ অর্থবছরের প্রথম দুই প্রান্তিক (জুলাই-ডিসেম্বর, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৭৮ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে ছিল শেয়ারপ্রতি মুনাফা ৩ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ৮২ টাকা ৫৭ পয়সা এবং শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ১২ টাকা ৫৮ পয়সা। সর্বশেষ বাজারে কোম্পানিটির প্রতিটি শেয়ার ১১০ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়েছে।
২০২৪ সালের ৩০ জুন কোম্পানিটি ৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের।
Posted ১২:০৭ অপরাহ্ণ | রবিবার, ১৩ জুলাই ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.