নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ | 143 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ফেডারেল ইন্স্যুরেন্স ৩০ জুন, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল-জুন ২০২৫ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ২৯ পয়সা, যা আগের বছরের একই প্রান্তিকে ছিল ২১ পয়সা। অর্থাৎ, বছরে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৩৮ শতাংশ।
প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৫) সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ৭২ পয়সা, যেখানে আগের বছর ছিল ৫৪ পয়সা—এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ৩৩ শতাংশের বেশি।
দুই প্রান্তিক শেষে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (OCFPS) দাঁড়িয়েছে ৩৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৬ পয়সা।
২০২৫ সালের ৩০ জুন তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAV) দাঁড়িয়েছে ১৩ টাকা ৬৬ পয়সা।
👉 মোটামুটি ইতিবাচক প্রবৃদ্ধির ইঙ্গিত দিলেও, নিট সম্পদের পরিমাণ এখনও তুলনামূলকভাবে কম। বাজার বিশ্লেষকরা বীমা খাতে ধারাবাহিকতা দেখতে আগ্রহী।
Posted ৭:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.