নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ | 148 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ফাইন ফুডস লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানির পরিচালনা পর্ষদের বৃহস্পতিবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত সভায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক ফলাফল পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোম্পানি সূত্রে জানা গেছে।
প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৭ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৬২ পয়সা।
এছাড়া, সমাপ্ত প্রান্তিকে কোম্পানির ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১ টাকা ৬১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল মাত্র ১৯ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৫ শেষ হওয়া হিসাব অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ২২ পয়সা। একই সময়ে গত বছর নিট সম্পদমূল্য ছিল ১১ টাকা ৯৩ পয়সা।
এই ফলাফল থেকে বোঝা যাচ্ছে যে ফাইন ফুডস প্রথম প্রান্তিকে আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি দেখিয়েছে।
Posted ৭:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.