বৃহস্পতিবার ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

প্রত্যাশা ভেঙে পতনে শেয়ারবাজার, লেনদেন বেড়লেও সূচক নেমে গেল

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ | 128 বার পঠিত | প্রিন্ট

প্রত্যাশা ভেঙে পতনে শেয়ারবাজার, লেনদেন বেড়লেও সূচক নেমে গেল

নিজস্ব প্রতিবেদক: গত সপ্তাহের শেষ দিনে শেয়ারবাজারে যে ইতিবাচক গতি দেখা গিয়েছিল তা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছিল। সেই ধারাবাহিকতায় আজ ৩০ নভেম্বর লেনদেনের শুরুটাও ছিল প্রাণবন্ত। তবে দুপুর গড়াতেই সেই আশার আলো ম্লান হয়ে যেতে থাকে। দুপুর সোয়া ১২টার পর থেকে সূচক টানা নিম্নমুখী হতে থাকে, যা দিনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে।

এ পরিস্থিতিতে ডিএসই প্রধান সূচক ৫ হাজার পয়েন্টের নিচে এবং সিএসই সূচক ১৪ হাজার পয়েন্টের নিচে নেমে যায়। ফলে বাজার ঘিরে যে প্রত্যাশা ছিল তা শেষ পর্যন্ত বিনিয়োগকারীদের হতাশায় পরিণত হয়।

বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৯.৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৭৮.৭৬ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১১.৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৪৫.২৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৭.০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯১৭.০১ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৫৭টির দর বেড়েছে, ৩০৬টির দর কমেছে এবং ২৮টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন ৪৯২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৩৯ কোটি ৪৪ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৫৩ কোটি ১০ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৫ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২৫ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪২টির, কমেছে ১২৪টির এবং পরিবর্তন হয়নি ১৬টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৫.৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৭১.৪২ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২৫.৭০ পয়েন্ট বেড়েছিল।

Facebook Comments Box

Posted ৫:৫৯ অপরাহ্ণ | রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com