রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পুঁজি ফিরেছে ৬৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | 57 বার পঠিত | প্রিন্ট

পুঁজি ফিরেছে ৬৫০ কোটি টাকা

দেশের শেয়ারবাজারে আজ ২৭ ফেব্রুয়ারি একদিনের ব্যবধানে পুঁজি ফিরেছে ৬৫০ কোটি টাকা। গত কার্যদিবস অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ছিল ৭ লাখ ৬১ হাজার ৫৬৫ কোটি ৮৮ লাখ ৭০ হাজার টাকা।

আজ ডিএসই’র বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬২ হাজার ২১৬ কোটি ৬৩ লাখ ৩৮ হাজার টাকা।

অর্থাৎ একদিনের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে বা বিনিয়োগকারীদের পুঁজি ফিরে এসেছে ৬৫০ কোটি ৭৪ লাখ ৮০ হাজার টাকা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ১৩.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭২.৭২ পয়েন্ট।

অপর দুই সূচকের মধ্যে- ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ৩.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৫.৬৪ পয়েন্টে।

এছাড়া, ডিএসই–৩০ সূচক ০.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৭.৯৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

এর মধ্যে দর বেড়েছে ১৮৩ টির, কমেছে ১৫২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০ টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৬.৩২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ২৫ কোটি ৮৫ লাখ ৭২ হাজার ৩৫০ টি শেয়ার ২ লাখ ৩৩ হাজার ৫৩০ বার হাতবদল হয়েছে।

টাকার অংকে যার বাজারমূল্য ৮৯৮ কোটি ২০ লাখ ৫৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি ডিএসইতে ২৪ কোটি ৫১ লাখ ৯৮ হাজার ২০৩ টি শেয়ার ২ লাখ ১০ হাজার ৮৪১ বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজারমূল্য ছিল ৮০৪ কোটি ৯৮ লাখ ৮২ হাজার টাকা।

সে হিসেবে আগের দিনের তুলনায় আজ ডিএসইতে লেনদেন কমেছে ৯৩ কোটি ২১ লাখ ৭২ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০২ শতাংশ বা ৩.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৭ হাজার ৯৩৬.০২ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

এর মধ্যে দর বেড়েছে ৯৯ টির, কমেছে ১১৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

আজ দিন শেষে সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ২০ কোটি ৮৩ লাখ ৬৫ হাজার ৩৪০ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]