নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৮ জুলাই ২০২১ | 345 বার পঠিত | প্রিন্ট
দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) কোম্পানিটির প্রিমিয়াম আয় কমেছে ৫৫ কোটি ৫৩ লাখ টাকা। এ সময়ে এক হাজার ৭০২ কোটি ৬১ লাখ টাকার লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৪৮ কোটি ৯০ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল এক হাজার ৬৪৫ কোটি ৯৫ লাখ টাকা।
এদিকে, প্রথম ২ প্রান্তিকে ৬ মাসে (জানুয়ারি-জুন’২১) কোম্পানিটির প্রিমিয়াম আয় কমেছে ৮১ কোটি ৭৩ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৬৭৬ কোটি ৪২ লাখ টাকা। আগের বছর এক সময়ে যার পরিমাণ ছিল ৩৩ কোটি ৭৯ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল এক হাজার ৬৬১ কোটি ৬ লাখ টাকার।
শেয়ারবাজার২৪
Posted ২:৪০ অপরাহ্ণ | বুধবার, ২৮ জুলাই ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.