নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২০ এপ্রিল ২০২২ | 433 বার পঠিত | প্রিন্ট
সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ ক্যাশ অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড যা বিগত ২৯ এপ্রিল ২০২১ সালে ঘোষণা করেছিল শেয়ারবাজারে তালিকাভুক্ত পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এটা গত ২০ জুন ২০২১ সালে বিতরণ করা হয়েছে। এই ডিভিডেন্ডই ২০২১ সালের মোট ডিভিডেন্ড হিসেবে গণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির বোর্ড সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, আগামী ১৯ জুন বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ মে।
শেয়ারবাজার২৪
Posted ১১:৫৪ অপরাহ্ণ | বুধবার, ২০ এপ্রিল ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.