শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

পতন দিয়ে সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৭ এপ্রিল ২০২২ | 164 বার পঠিত | প্রিন্ট

পতন দিয়ে সপ্তাহ শুরু

দরপতন দিয়ে সপ্তাহ শুরু হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ ১৭ এপ্রিল ডিএসইতে সূচকের পাশাপাশি কমেছে পরিমাণে লেনদেন। এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচকের পরিমান ছিল ৬৫৯৪.৫৬ পয়েন্ট, যা বেলা ১১টায় ৮.২১ পয়েন্ট কমে দাঁড়ায় ৬৫৮৬.৩৫ পয়েন্টে। পরবর্তীতে দুপুর ১২টায় ১০.৭৮ পয়েন্ট কমে দাঁড়ায় ৬৫৭৫.৫৭ পয়েন্টে। এরপর দুপুর ১টায় ১৫.৬০ পয়েন্ট কমে দাঁড়ায় ৬৫৫৯.৯৭ পয়েন্টে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০.১০ পয়েন্ট বা ০.৪৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৫৪.৮৭ পয়েন্টে। এদিন ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে- শরিয়াহ সূচক ৫.৫৬ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৫.৪৪ পয়েন্ট বা ০.২২ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- ১ হাজার ৪৪২.২২ পয়েন্টে এবং ২ হাজার ৪৩৫.০০ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৮টির বা ১৫.৩০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৮০টির বা ৭৩.৮৭ শতাংশের এবং ৪১টি বা ১০.৮১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৯৩ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১৩৫ কোটি ৫১ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৫২৯ কোটি ৬৯ লাখ টাকার।

ডিএসইতে আজ ৯ কোটি ৬ লাখ ৪৯ হাজার ৭৯৫টি শেয়ার ৮৬ হাজার ৯১৯বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৩৯৩ কোটি ৯৭ লাখ ৯২ হাজার ৭৫ টাকা ৪০ পয়সা। এদিন ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ২৭৭ হাজার ৬১ কোটি ৩২ লাখ ৯৯ হাজার ৬০৪ টাকা ২ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৬৪.৩৮ পয়েন্ট বা ০.৩৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩০২.৫২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫০টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর। আজ সিএসইতে ১৪ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ৩:৫৪ অপরাহ্ণ | রবিবার, ১৭ এপ্রিল ২০২২

sharebazar24 |

আরও

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com