নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৪ | 208 বার পঠিত | প্রিন্ট
আজ ০৪ ফেব্রুয়ারি সূচকের পতন দিয়ে সপ্তাহ শুরু হয়েছে দেশের শেয়ারবাজারের এসএমই মার্কেট। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যলোচনায় দেখা যায়, আজ এসএমইর প্রধান সূচক ডিএসএমইএক্স আগের দিনের তুলনায় ১৮.৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৬২.২২ পয়েন্টে।
আজ এসএমইতে লেনদেন হওয়া ১৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬টি কমেছে ১০টি এবং এবং অপরির্তিত রয়েছে ১টির।
এদিন এসএমইতে ৪৮ লাখ ৩২ হাজার ৬৬৫টি শেয়ার ২ হাজার ৮০৯বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১২ কোটি ৪৬ লাখ ৬৫ হাজার টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৬ কোটি ৪৭ লাখ ৬৮ হাজার টাকার। সে হিসেবে লেনদেন কমেছে ৪ কোটি ১ লাখ ২ হাজার টাকা।
আজ এসএমইর বাজার মূলধন দাঁড়িয়েছে ২ হাজার ৩২৮ কোটি ৮৫ লাখ ২০ হাজার টাকা।
আজ এসএমইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আসিয়া সি ফুডস। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বা ৫.৩৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৭ টাকা ৪০ পয়সায়। দর বৃদ্ধি হওয়া দ্বিতীয় স্থানে থাকা ওয়ান্ডারল্যান্ড টয়েজের ১ টাকা ২০ পয়সা বা ২.৪৪ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ৫০ টাকা ৩০ পয়সায়।
দর কমার শীর্ষে ছিল বিডি পেইন্টস। আজ এ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৯০ পয়সা বা ৬.৬৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৬ টাকা ৬০ পয়সায়।
আজ ডিএসএমইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে কৃষিবিদ ফিডের। এদিন ডিএসএমইতে কোম্পানিটির ৮ লাখ ৩ হাজার ১৫টি শেয়ার ৪৪০বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২ কোটি ৫১ লাখ ৭ হাজার টাকা।
শেয়ারবাজার২৪
Posted ৭:০১ অপরাহ্ণ | রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.