নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৮ জুলাই ২০২৫ | 218 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের অন্যতম প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। রোববার (২৮ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগের বছর ২০২৩ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল, যা এবার কিছুটা কমানো হয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ন্যাশনাল লাইফের ৪১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ আগস্ট, ২০২৫।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দেশের অন্যতম পুরোনো এবং বৃহৎ জীবন বীমা কোম্পানি হিসেবে বাজারে পরিচিত, যা দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের নিয়মিত লভ্যাংশ দিয়ে আসছে।
Posted ৯:০০ অপরাহ্ণ | সোমবার, ২৮ জুলাই ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.