নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ | 248 বার পঠিত | প্রিন্ট
নিলামে উঠেছে ঢাকা ডাইংয়ের চেয়ারম্যান ও এমডি’র সম্পদ। ঢাকা ব্যাংকের কাছে প্রায় ৭ কোটি ৫ লাখ টাকার ঋণ খেলাপি হয়েছেন শেয়ারবাজারে তালিকভুক্ত কোম্পানিটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।
ঋণ পুনরুদ্ধারের জন্য সম্প্রতি কোম্পানিটির চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক সমীর কাদের চৌধুরীর মালিকানাধীন সম্পদ বিক্রির জন্য নিলাম আহ্বান করেছে ঢাকা ব্যাংক।
তারা উভয়েই কিউসি কর্পোরেশনেরও পরিচালক।
ঢাকা ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সুদ-আসলে মূলত কিউসি কর্পোরেশনের কাছে ব্যাংকের পাওনা প্রায় সাড়ে ৭ কোটি টাকা।
বর্তমানে খেলাপি হয়ে যাওয়া এই ঋণ আদায়ে নিলাম ডাকা করা হয়েছে।
আর কোম্পানি ঋণ খেলাপি হয়ে যাওয়ায় আইন অনুযায়ী এর মালিকেরাও ঋণ খেলাপি হয়েছেন বলে উল্লেখ করেন ওই কর্মকর্তা।
এদিকে, ঢাকা ডাইং নিজেও ২০১৪ সাল থেকে তিন ব্যাংকের মোট ১২৫ কোটি টাকা ঋণ পরিশোধ করছে না।
স্বল্প ও দীর্ঘ মেয়াদে নেওয়া ঋণগুলো ব্যাংক ব্লক করে রেখেছে।
এই তিন ব্যাংকের মধ্যে অগ্রণী ব্যাংকের পাওনা ৭৭ কোটি টাকা, সোনালী ব্যাংকের ৪২ কোটি টাকা এবং ডাচ-বাংলা ব্যাংকের পাওনা ৬ কোটি টাকা।
২০২১-২২ অর্থবছরের আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির অডিটর জানায়, বর্তমানে কোম্পানিটি বেশিরভাগ পণ্য স্থানীয় বাজারে নগদে বিক্রি করছে।
খেলাপি ঋণের কারণে এলসি করতে না পারায় রপ্তানি করতে পারছে না।
পাশাপাশি ব্যাংক ঋণ পরিশোধে অক্ষমতার কারণে কোম্পানির ব্যবসা টিকে থাকা নিয়েও রয়েছে সংশয়।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, ঢাকা ডাইং ২০১৫ পর্যন্ত নিয়মিত ডিভিডেন্ড দিয়েছে।
মাঝে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত লোকসানের কারণে ডিভিডেন্ড দিতে পারেনি। তবে ২০২০ সাল থেকে আবারও নিয়মিত ডিভিডেন্ড দিচ্ছে কোম্পানিটি।
চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ০৬ পয়সা।
যা আগের বছর একই সময়ে ছিল ৭৩ পয়সা।
ওই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ৩৪ টাকা ৭১ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৩৪ টাক ৬৪ পয়সা।
শেয়ারবাজার২৪
ডিএসইর সর্বশেষ লেনদেন চিত্র (% পরিবর্তন)
আরও পড়ুন : ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুকে ডিএসই’র চেয়ারম্যান নির্বাচিত
আরও পড়ুন : শেয়ারবাজার ঝুঁকিপূর্ণ হওয়ায় জেনে বুঝে বিনিয়োগ করা উচিত : ড. শেখ শামসুদ্দীন আহমদ
Posted ১০:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩
sharebazar24 | sbazaradmin
.
.