নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৬ আগস্ট ২০২১ | 386 বার পঠিত | প্রিন্ট
সপ্তাহের শেষ কার্যদিবসে বৃহস্পতিবার ডিএসই’র প্রধান সূচক ৬০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৯৬ পয়েন্টে উঠেছে, যা শেয়ারবাজারে ইতিহাসে মাইলফলক। এর আগে গত মঙ্গলবার প্রথমবারের মতো ৬ হাজার ৫০০ পয়েন্টের ইতিহাসের রেকর্ড গড়ে। ২০১৩ সালের ২৭ জানুয়ারি ৫ হাজার ৫৫ পয়েন্ট নিয়ে যাত্রা শুরু করেছিল ডিএসই’র প্রধান সূচক ডিএসই-এক্স। চলতি সপ্তাহে লেনদেন হওয়া তিন কার্যদিবসে (ব্যাংক বন্ধ থাকায় রবি ও বুধবার শেয়ারবাজারে লেনদেন হয়নি) ডিএসই’র প্রধান মূল্যসূচক বেড়েছে ১৭১ পয়েন্ট।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সূচক ও লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ শেষ হয়েছে শেয়ারবজারে। এদিন লেনদেনের শুরু থেকেই সূচকের তীর উপরের দিকে ছিল, যা শেষ পর্যন্ত অব্যহত থাকে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে টাকার অংকে লেনদেন। একই সঙ্গে বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর ও বাজার মূলধন।
সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬০.২০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৯৬.০৭ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসই-৩০ সূচক দশমিক ১৯.৪৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৮৫.৮৯ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই’র শরিয়াহ্ সূচক ১৪.৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৩৯.৩৪ পয়েন্টে।
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৪২টি, কমেছে ১০৩টি এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।
সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে মোট ৮৩ কোটি ৪৫ লাখ ৯১ হাজার ৬৬৫টি শেয়ার ৩ লাখ ৪৯ হাজার ৩৪৭বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২ হাজার ৫১১ কোটি ৬৬ লাখ ৫৭ হাজার ৭৮৬ টাকা ৮০ পয়সা।
এদিন বাজার মূলধন ছিল ৫ লাখ ৪৪ হাজার ৩২৬ কোটি১০ লাখ ৯৪ হাজার ৯৭১ টাকা ৫০ পয়সা।
সপ্তাহের শেষ কার্যদিবসে টাকার অঙ্কের সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছ বেক্সিমকোর। এদিন কোম্পানিটির ১২৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ৭৫ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৬১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে জিপিএইচ ইস্পাত।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৭৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৮১ কোটি ১৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ৩২৫টি প্রতিষ্ঠানের মধ্যে ২০৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৫টির এবং ২৪টির দাম অপরিবর্তিত রয়েছে।
শেয়ারবাজার২৪
Posted ১:২৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ আগস্ট ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.