বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ধারাবাহিক দরপতনে আতঙ্কে বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৭ মার্চ ২০২২ | 223 বার পঠিত | প্রিন্ট

ধারাবাহিক দরপতনে আতঙ্কে বিনিয়োগকারীরা

বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকভাবে দরপতন হচ্ছে দেশের শেয়ারবাজারে। একদিন সূচক বাড়ে তো কয়েক কার্যদিবন পতন হয়। এমতাবস্থায় নিজিদের বিনিয়োগকৃত ঝুঁকিতে পড়ার আশঙ্কা করছে বিনিয়োগকারীরা। যে কারণে আতঙ্কিত হয়ে তাদের পুঁজি রক্ষার্থে শেয়ার বিক্রি করে দিচ্ছেন বিনিয়োগকারীরা। যে কারণে সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮২.১২ পয়েন্ট বা ২.৭৪ শতাংশ কমে ৬ হাজার ৪৫৬.৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ৩৬.৬১ পয়েন্ট বা ২.৫৫ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৬৪.৫৪ পয়েন্ট বা ২.৬৪ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৯৪.৪০ পয়েন্টে এবং ২ হাজার ৩৭৪.৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭টির বা ১.৮৪
শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ৩৬৪টির বা ৯৬.০৪ শতাংশের এবং ৮টি বা ২.১১ শতাংশ
প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ৭৪০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৮৮ কোটি ৭০ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৬১৫ কোটি ৫৬ লাখ টাকার।

ডিএসইতে আজ ২০ কোটি ৬৮ লাখ ১৫ হাজার ৯৭৯টি শেয়ার ১ লাখ ৮৩ হাজার ৬৮২বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৭৪০ কোটি ২৬ লাখ ৩৮ হাজার ৩৫৯ টাকা ৯০ পয়সা। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ২১৯ হাজার ৩৪ কোটি ৫৮ লাখ ৫৯ হাজার ৭৬৩ টাকা ৯৬ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪৪৫.৩৬ পয়েন্ট বা ২.৩৪
শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৯৮৯.১২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৯টির, কমেছে ২৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দর। আজ সিএসইতে ২০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৬:০৪ অপরাহ্ণ | সোমবার, ০৭ মার্চ ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com