নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ | 238 বার পঠিত | প্রিন্ট
সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত “Three banks agree to merge, two oppose” শিরোনামের প্রতিবেদনের প্রেক্ষিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর জিজ্ঞাসা চিঠির উত্তরে ব্যাংকটি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে।
গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি (GIB) জানিয়েছে, গত ৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ব্যাংকের চেয়ারম্যানের নেতৃত্বে পরিচালনা পর্ষদ ও শীর্ষ ব্যবস্থাপনা প্রতিনিধিরা এক বৈঠকে অংশ নেন। বাংলাদেশ ব্যাংকের পরামর্শক্রমে আয়োজিত ওই বৈঠকে ‘Bank Resolution Ordnance 2025’ সম্পর্কিত বিভিন্ন বিষয় আলোচনায় আসে।
বৈঠকে জিআইবি প্রতিনিধি দল উক্ত অর্ডিন্যান্সে উল্লেখিত বিভিন্ন বিকল্প সম্ভাবনা নিয়ে আলোচনা করে এবং ব্যাংককে সঠিক পথে এগিয়ে নিতে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করে।
তবে ব্যাংক কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ডেইলি স্টারে প্রকাশিত ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখের সংবাদটির সঙ্গে তারা একমত নয়। তাদের মতে, সংবাদটিতে উল্লিখিত একীভূতকরণ সংক্রান্ত তথ্য বিভ্রান্তিকর এবং প্রকৃত আলোচনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
জিআইবি আশ্বস্ত করেছে যে, ভবিষ্যতে এ ধরনের কোনো বিষয় উত্থাপিত হলে তারা প্রযোজ্য নিয়ন্ত্রক নীতিমালা মেনে সংশ্লিষ্ট সকলকে আনুষ্ঠানিকভাবে অবহিত করবে।
Posted ১২:১৮ অপরাহ্ণ | বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.