নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৮ মে ২০২৫ | 157 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের বেশিরভাগ কোম্পানির আয় কমেছে চলতি ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৫)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এই খাতে তালিকাভুক্ত ২১টি কোম্পানির মধ্যে ১৭টি কোম্পানির প্রান্তিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এর মধ্যে ১৩টি কোম্পানির ইপিএস (প্রতি শেয়ার আয়) আগের বছরের তুলনায় হ্রাস পেয়েছে।
ইপিএস কমেছে যেসব কোম্পানির:
এএমসিএল প্রাণ, অ্যাপেক্স ফুডস, বিডি থাই ফুড, ফু-ওয়াং ফুড, জেমিনি সী ফুড, গোল্ডেন হার্ভেস্ট, মেঘনা কনডেন্স মিল্ক, মেঘনা পেট, আরডি ফুড, রহিমা ফুড, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার, শ্যামপুর সুগার মিলস ও জিলবাংলা সুগার মিলস।
বিশ্লেষকদের মতে, কাঁচামালের মূল্যবৃদ্ধি, উৎপাদন ব্যয়ের চাপ এবং ভোক্তাপণ্যের কমে যাওয়া চাহিদা ইপিএস কমার পেছনে বড় কারণ। এতে খাতটির সামগ্রিক পারফরম্যান্স দুর্বল হয়েছে বলেও মত দিয়েছেন তারা।
কোম্পানিভিত্তিক বিস্তারিত:
এএমসিএল প্রাণ: তৃতীয় প্রান্তিকে ইপিএস ১.৩৭ টাকা, আগের বছর একই সময়ে ছিল ১.৪৬ টাকা। ৯ মাসে ইপিএস ৪.৯৩ টাকা, যা আগের বছর ছিল ৪.৯৮ টাকা।
অ্যাপেক্স ফুডস: প্রান্তিক ইপিএস ১ টাকা (পূর্বে ১.৪৯ টাকা), ৯ মাসে ৩.৫২ টাকা (পূর্বে ৪.৬৪ টাকা)।
বিডি থাই ফুড: ৯ মাসে ইপিএস ৮ পয়সা, আগের বছর ছিল ৪৮ পয়সা।
ফু-ওয়াং ফুড: প্রান্তিকে ৮ পয়সা লোকসান (আগে ১ পয়সা আয়), ৯ মাসে ৩৩ পয়সা লোকসান (পূর্বে ৩১ পয়সা)।
গোল্ডেন হার্ভেস্ট: প্রান্তিকে ১৭ পয়সা লোকসান (পূর্বে ১৫ পয়সা), ৯ মাসে ৩২ পয়সা লোকসান (পূর্বে ২৮ পয়সা)।
জেমিনি সী ফুড: প্রান্তিকে ১.৩৬ টাকা লোকসান (আগে ২.১৭ টাকা আয়), ৯ মাসে ৫.৩০ টাকা লোকসান (পূর্বে ৬.৪৫ টাকা আয়)।
মেঘনা কনডেন্স মিল্ক: প্রান্তিকে ৩৩ পয়সা লোকসান (পূর্বে ৩৮ পয়সা), ৯ মাসে ১.২০ টাকা লোকসান (পূর্বে ১.৩৭ টাকা)।
মেঘনা পেট: প্রান্তিকে ২১ পয়সা লোকসান (পূর্বে ৫ পয়সা), ৯ মাসে ৫৩ পয়সা লোকসান (পূর্বে ১৬ পয়সা)।
রহিমা ফুড: প্রান্তিকে ১০ পয়সা আয় (পূর্বে ২৪ পয়সা), ৯ মাসে ২৬ পয়সা আয় (পূর্বে ৮৩ পয়সা)।
আরডি ফুড: প্রান্তিকে ৪৭ পয়সা আয় (পূর্বে ৫২ পয়সা), ৯ মাসে ১.১৩ টাকা (পূর্বে ১.২৯ টাকা)।
ইউনিলিভার কনজ্যুমার কেয়ার: প্রথম প্রান্তিকে ইপিএস ৭.১৬ টাকা, যা আগের বছর ছিল ১১.৬১ টাকা।
শ্যামপুর সুগার: প্রান্তিকে ১৪.৯৬ টাকা লোকসান (পূর্বে ১০.৬৭ টাকা), ৯ মাসে ৩৮.২৯ টাকা লোকসান (পূর্বে ৩১.৭৫ টাকা)।
জিলবাংলা সুগার: প্রান্তিকে ৪.০১ টাকা লোকসান (পূর্বে ৭.৫৪ টাকা), ৯ মাসে ৪০.৯৫ টাকা লোকসান (পূর্বে ৪৪.২৪ টাকা)।
Posted ১০:১৪ অপরাহ্ণ | রবিবার, ১৮ মে ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.