নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ | 827 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত দুটি প্রতিষ্ঠানের কারখানা বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। প্রতিষ্ঠান দুটি হলো—নূরানি ডাইং অ্যান্ড ফিনিশিং লিমিটেড এবং আরামিট সিমেন্টস পিএলসি।
ডিএসই সূত্রে জানা গেছে, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় এবং তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রকৃত অবস্থা যাচাইয়ের অংশ হিসেবে নিয়মিত সরেজমিন পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়। এই প্রেক্ষাপটে গত ২১ জুলাই (সোমবার) নূরানি ডাইংয়ের কারখানায় গিয়ে তা বন্ধ অবস্থায় দেখতে পান ডিএসইর পরিদর্শক দল। একইভাবে ২২ জুলাই (মঙ্গলবার) আরামিট সিমেন্টস পিএলসি’র কারখানায় গিয়ে তারাও দেখতে পান সেটিও সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে।
ডিএসই জানায়, আরামিট সিমেন্ট দীর্ঘদিন ধরে নিয়মিত তথ্য প্রকাশে ব্যর্থ এবং এক্সচেঞ্জের সঙ্গে যোগাযোগে অনিয়মিত। এজন্য কোম্পানিটির কারখানা ও প্রধান কার্যালয় সরেজমিনে পরিদর্শন করে কিছু অসঙ্গতির প্রেক্ষিতে দ্বিতীয়বার পরিদর্শনে গিয়ে সম্পূর্ণ বন্ধ অবস্থা নিশ্চিত করা হয়।
অন্যদিকে, টেক্সটাইল খাতভুক্ত নূরানি ডাইং দীর্ঘদিন ধরেই উৎপাদন কার্যক্রম, আর্থিক অস্থিরতা এবং স্বচ্ছতার অভাবে আলোচনায় রয়েছে।
বিশ্লেষকদের মতে, তালিকাভুক্ত কোনো কোম্পানির কারখানা দীর্ঘদিন বন্ধ থাকা বিনিয়োগকারীদের জন্য বড় ধরনের উদ্বেগের বিষয়। এটি বাজারে আস্থার সংকট তৈরি করে এবং কোম্পানির ভবিষ্যৎ কার্যক্রম ও আর্থিক অবস্থান নিয়ে অনিশ্চয়তা বাড়িয়ে তোলে।
ডিএসইর এ ধরনের সক্রিয় পরিদর্শন কার্যক্রম বাজারের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং বিনিয়োগকারীদের আস্থা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
Posted ১০:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.