নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২ | 287 বার পঠিত | প্রিন্ট
বিদায়ী সপ্তাহে (১০- ১৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লুজার তালিকায় অবস্থান করছে ‘এ’ ক্যাটাগরির ৯ কোম্পানি। এর আগের সপ্তাহে যেখানে ছিল ৭ কোম্পানি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, ডিএসইর সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষ অবস্থান করছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর ১১.৩৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩৯ টাকায় ২০ পয়সায় । সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ৮৬ কোটি ১০ লাখ ৯ হাজার টাকার।
সাপ্তাহিক লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিকন ফার্মার দর ১০.৫৩ শতাংশ কমে দাঁয়িছে ৩৪০ টাকা ৭০ পয়সায়। সাপ্তাহিক লুজার তালিকায় তৃতীয় স্থানে থাকা বসুন্ধরা পেপার মিলসের শেয়ার দর ১০.১৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭৬ টাকা ১০ পয়সায়।
সাপ্তাহিক লুজার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- কপারটেকের ৯.৯৮ শতাংশ, ওরিয়ন ফার্মার ৯.৬৬ শতাংশ, ন্যাশনাল পলিমারের ৯.৫৭ শতাংশ, শাহজীবাজার পাওয়ারের ৯.০৯ শতাংশ, কহিনুর কেমিক্যালের ৯.০৭ শতাংশ, বিবিএস ক্যাবলসের ৮.৬০ শতাংশ এবং মালেক স্পিনিংয়ের ৮.০০ শতাংশ দর কমেছে।
শেয়ারবাজার২৪
Posted ১২:০৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.