নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ | 260 বার পঠিত | প্রিন্ট
বিদায়ী সপ্তাহে (২৯ জুন-০৩ জুলাই ২০২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারদর কমার শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর ছিল ১,৭৩৬ টাকা ৬০ পয়সা। সপ্তাহ শেষে তা কমে দাঁড়ায় ১,৫৩৯ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১১.৩৪ শতাংশ বা ১৯৭ টাকা।
দ্বিতীয় অবস্থানে রয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর ছিল ৬ টাকা ৫০ পয়সা, যা কমে দাঁড়িয়েছে ৫ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ সপ্তাহশেষে কোম্পানিটির দর কমেছে ৯.২৩ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে লোভেলো আইসক্রিম। কোম্পানিটির শেয়ারদর ১০৫ টাকা ৪০ পয়সা থেকে কমে হয়েছে ৯৬ টাকা ২০ পয়সা, অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৮.৭৩ শতাংশ।
বিদায়ী সপ্তাহে রহিমা ফুড কর্পোরেশনের শেয়ারদর কমেছে ৭.৯৩ শতাংশ, যা আগের ৯০ টাকা ৮০ পয়সা থেকে কমে হয়েছে ৮৩ টাকা ৬০ পয়সা।
সপ্তাহজুড়ে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ারদর ৫৪ টাকা থেকে কমে হয়েছে ৫১ টাকা, যা ৫.৫৬ শতাংশ হ্রাস নির্দেশ করে।
এছাড়া সাপ্তাহিক দরপতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা—
সমতা লেদারের ৫৭.৪০ টাকা থেকে ৫.২৩ শতাংশ কমে ৫৪.৪০ টাকা, সোনারগাঁও টেক্সটাইলের ৩৭.৫০ টাকা থেকে ৫.০৭ শতাংশ কমে ৩৫.৬০ টাকা, দুলামিয়া কটনের ৭১.৮০ টাকা থেকে ৪.৮৭ শতাংশ কমে ৬৮.৩০, ইস্টার্ন কেবলসের ১১৪.৯০ টাকা থেকে ৪.১৮ শতাংশ কমে ১১০.১০ টাকা এবং মুন্নু এগোর ৩২৫.৫০ টাকা থেকে ৪.১৮ শতাংশ কমে ৩১১.৯০ টাকায় দাঁড়িয়েছে।
Posted ১:৩৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.