শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ডিএসইর সাপ্তাহিক গেইনারে আধিপত্য কমেছে ‘এ’ ক্যাটাগিরর

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২ | 346 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর সাপ্তাহিক গেইনারে আধিপত্য কমেছে ‘এ’ ক্যাটাগিরর

বিদায়ী সপ্তাহে (১১ সেপ্টেম্বর- ১৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক গেইনার তালিকায় আধিপত্য কমেছে ‘এ’ ক্যাটাগরির।  ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক গেইনার তালিকায় ছিল ‘এ’ ক্যাটাগরির ৭ কোম্পানি, যা বিদায়ী সপ্তাহে ৬টি রয়েছে।

আগের ২ সপ্তাহে গেইনার তালিকার শীর্ষে থাকা ওরিয়ন ইনফিউশনকে হটিয়ে বিদায়ী সপ্তাহে শীর্ষে অবস্থান করছে ‘এন’ ক্যাটাগিরর জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। অর্থাৎ সপ্তাহজুড়ে ডিএসইতে সবচেয়ে বেশি দর বেড়েছে কোম্পানিটির।

এছাড়া ডিএসইর সাপ্তাহিক ‘বি’ ক্যাটাগরির ২টি এবং ‘এন’ ক্যাটাগরির দু’টি। গেইনার তালিকায় ছিল ‘বি’ ক্যাটাগরির ৩টি কোম্পানি।

জানা যায়, আগের সপ্তাহের চেয়ে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের শেয়ার দর বেড়েছে ২০ টাকা ৫০ পয়সা বা ২৪.৯২ শতাংশ। এর ফলে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে। সপ্তাহের শুরুতে এ কোম্পানির শেয়ার দর ছিল ৯৫ টাকা ৩০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১১৫ টাকা ৮০ পয়সা।

বিদায়ী সপ্তাহে কোম্পানিটির মোট ২৬৩ কোটি ৫ লাখ ৩৮ হাজার টাকা। প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৫২ কোটি ৫১ লাখ ৭ হাজার ৬০০ টাকার।

তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা ‘বি’ ক্যাটাগরির সি পার্ল হোটেলের শেয়ার দর আগের সপ্তাহের চেয়ে বেড়েছে ১১ টাকা ৮০ পয়সা বা ২৪.৬৪ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির দর ছিল ৭৩ টাকা ৭০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৮৫ টাকা ৫০ পয়সা।

সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ৪৩ কোটি ৩৫ লাখ ৬০ হাজার টাকা। প্রতিদিন গড় ৮ কোটি ৬৭ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ‘এ’ ক্যাটাগরির জেএমআই সিরিঞ্জের শেয়ার দর আগের সপ্তাহের চেয়ে বেড়েছে ৮৪ টাকা ৪০ পয়সা বা ২৬.০২ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির দর ছিল ৩৫৫ টাকা ৫০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৪৩৯ টাকা ৯০ পয়সা।

সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ৫৪ কোটি ৮৭ লাখ ৬৯ হাজার টাকা। প্রতিদিন গড় ১০ কোটি ৯৭ লাখ ৫৩ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- সোনালী আঁমের ১৯.৬০ শতাংশ, নর্দার্ন জুটের ১৯.৪৮ শতাংশ, এমবি ফার্মার ১৮.২৭ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ১৭.৭১৪ শতাংশ, মুন্নু এগ্রোর ১৩.১৯ শতাংশ, বিডি থাই ফুডসের ১২.৭৩ শতাংশ এবং এএমসিএলের (প্রাণ) ১২.৩৪ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:০১ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com