নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ | 174 বার পঠিত | প্রিন্ট
অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণে ডিএসইর শোকজের কবলে দুই কোম্পানি। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ২টি হলো- আলহ্বাজ টেক্সটাইল এবং এডিএন টেলিকম লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা যায়।
জানা যায়, সম্প্রতি এই দুই কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানি দুটিকে শোকজ নোটিশ পাঠিয়েছে ডিএসই।
ডিএসইর চিঠির জবাবে কোম্পানি দুটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানি দুটির শেয়ার দর অস্বাভাবিক হারে বেড়েছে।
আলহ্বাজ টেক্সটাইল: গত ০৯ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারের দর ছিল ১৩২ টাকা ৩০ পয়সা।
আজ ০৯ মার্চ কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ১৭৩ টাকা ৭০ পয়সায়।
অর্থাৎ একমাসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪১ টাকা ৪০ পয়সা বা ৩১.২৯ শতাংশ।
উল্লেখ্য, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২১ পয়সা।
গত বছর একই সময়ে যার শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৯ পয়সা।
এডিএন টেলিকম: গত ০২ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ১০৪ টাকা ৯০ পয়সায়।
আজ ০৯ মার্চ কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়েয়েছে ১৬৬ টাকা ৫০ পয়সায়।
অর্থাৎ দুই মাসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬১ টাকা ৬০ পয়সা বা ৫৮.৭২ শতাংশ।
উল্লেখ্য, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা।
গত বছর একই সময়ে যার শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৬০ পয়সা।
শেয়ারবাজার২৪
ডিএসইর সর্বশেষ লেনদেন চিত্র (% পরিবর্তন)
আরও পড়ুন : ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুকে ডিএসই’র চেয়ারম্যান নির্বাচিত
আরও পড়ুন : শেয়ারবাজার ঝুঁকিপূর্ণ হওয়ায় জেনে বুঝে বিনিয়োগ করা উচিত : ড. শেখ শামসুদ্দীন আহমদ
Posted ৩:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩
sharebazar24 | sbazaradmin
.
.