নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২ | 303 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ২ কোম্পাািনকে শোকজ করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিগুলো হলো- বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স। ডিএসইর জবাবে কোম্পানিটি দুটির কর্তৃপক্ষ জানায়, কোন মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটি দুটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত ২৪ জানুয়ারি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজের শেয়ারেরদর ছিল ১১ টাকা। আর আজ বুধবার কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ৩৩ টাকা ৯০ পয়সায়। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২২ টাকা ৯০ পয়না বা ২০৮ শতাংশ।
এদিকে, গত ১৬ জানুয়ারি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ারদর ছিল ৫৩ টাকা ৮০ পয়সা। কোম্পানিটির শেয়ারদর বেড়ে আজ বুধবার ৮০ টাকা ১০ পয়সায় উঠেছে। এই সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৬ টাকা ৩০ পয়সা বা ৪৯ শতাংশ।
এই দুই কোম্পানির শেয়ারদর বাড়ার বিষয়টিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ। যে কারণে কোম্পানি দুটির শেয়ারের উপর সতর্কতা নোটিশ জারি করেছে প্রতিষ্ঠানটি।
শেয়ারবাজার২৪
Posted ১১:৪১ অপরাহ্ণ | বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.