নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০১ জানুয়ারি ২০২৪ | 177 বার পঠিত | প্রিন্ট
আজ ০১ জানুয়ারি ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেডের। আজ কোম্পানিটির ২২ কোটি ৫৮ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৭৯ লাখ ৩০ হাজার টাকার।
১৫ কোটি ৫৩ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সী পার্ল রিসোর্ট।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- অলিম্পিক এক্সেসরিজের ১৩ কোটি ৩১ লাখ ৪২ হাজার টাকা, ইনট্রাকো রিফুয়েলিংয়ের ১২ কোটি ৭৩ লাখ ১৭ হাজার টাকা, ইস্টার্ন ইন্সুরেন্সের ১২ কোটি ৪৪ লাখ ৫ হাজার টাকা, সেন্ট্রাল ফার্মার ১১ কোটি ৩৮ লাখ ৬১ হাজার টাকা, এক্সপ্রেস ইন্সুরেন্সের ৯ কোটি ৯৪ লাখ ৮৩ হাজার টকাা, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের ৯ কোটি ৮৫ লাখ ৭৩ হাজার টাকা এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ৯ কোটি ৮৩ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেগন হয়েছে।
শেয়ারবাজার২৪
Posted ৩:৩৭ অপরাহ্ণ | সোমবার, ০১ জানুয়ারি ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.