নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ | 163 বার পঠিত | প্রিন্ট
সপ্তাহজুড়ে ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) পিই রেশিও (সার্বিক মূল্য আয় অনুপাত ) কমেছে ০.০৫ পয়েন্ট। ডিএসই সূত্রে সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগের সপ্তাহের চেয়ে বিদায়ী সপ্তাহে ডিএসইস সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ০.৩৪ বা ০.০৫ পয়েন্ট কমেছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৪ দশমিক ৩৫ পয়েন্টে।
এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৪ দশমিক ৪০ পয়েন্ট।
খাতভিত্তিক হিসাবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও ৬.৯, সিমেন্ট খাতে ২০.৫ এবং সিরামিকস খাতে ৪০.০ পয়েন্ট অবস্থান করছে।
এছাড়া, প্রকৌশল খাতে ২৮৬.৬, আর্খিক খাতে ২৯.২, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১৮.১ এবং জ্বালানি-বিদ্যুৎ খাতে ১৩.৮ পয়েন্ট অবস্থান করছে।
অন্য খাতগুলোর মধ্যে- সাধারণ বীমা ১৪.৫, আইটি ২৩.৫ পয়েন্ট, পাট ১৩৬.২ পয়েন্ট, বিবিধ ১১.৮ পয়েন্ট এবং মিউচ্যুয়াল ফান্ডের ৪৭.৫ পয়েন্টে অবস্থান করছে।
সপ্তাহজুড়ে পেপার ও প্রকাশনা ২৪.৩ , ওষুধ ও রসায়ন ৪৬.৫, সেবা-আবাসন ১৮.৬ , ট্যানারি ৩৫.৭ পয়েন্ট, বস্ত্র ২১.৪, ভ্রমণ ও অবকাশ ৩৩.৯ এবং টেলিকমিউনিকেশন খাতের ১৬.৯২ পয়েন্টে অবস্থান করছে।
এর আগের সপ্তাহে খাতভিত্তিক পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক ৭.৭৭ এবং সিমেন্ট ৪৫.৮১ পয়েন্টে অবস্থান করছে।
এছাড়া, সিরামিকস ৩৮.৯৬ পয়েন্ট, প্রকৌশল ৩৮.৯৬ পয়েন্ট এবং জ্বালানি-বিদ্যুৎ ১৯.৩২ পয়েন্ট অবস্থান করছে।
অন্য খাতগুলোর মধ্যে- খাদ্য ২০.০৪. সাধারণ বিমা ১৫.৫৬ পয়েন্ট এবং জীবনবীমা ৭৫.৭৮ পয়েন্টে অবস্থান করছে।
আইটি ৩১.৩৮পয়েন্টে, বিবিধ ২০.৬৯ পয়েন্ট এবং ওষুধ ও রসায়ন ১৮.১৭ পয়েন্টে অবস্থান করছে।
আর্থিক ৩৫.৫৮ পয়েন্ট, সেবা-আবাসন ২১.৫৬ পয়েন্ট, ট্যানারি ৫০.৯৭ পয়েন্ট এবং টেলিকমিউনিকেশন ১৬.৯২ পয়েন্টে অবস্থান করছে।
শেয়ারবাজার২৪
এখানে দেখুন ডিএসইর সাপ্তাহিক লেনদেন চিত্র
আরও পড়ুন : ইউনাইটেড ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
Posted ১০:২৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
sharebazar24 | sbazaradmin
.
.