বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ডাচ-বাংলা ব্যাংকের ছিনতাইকৃত গাড়ি ও টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ | 191 বার পঠিত | প্রিন্ট

ডাচ-বাংলা ব্যাংকের ছিনতাইকৃত গাড়ি ও টাকা উদ্ধার

শেয়ারবাজারে তালিকাভুক্ত ডাচ-বাংলা ব্যাংকের ছিনতাইকৃত গাড়ি ও টাকা উদ্ধার উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেল ৪টার দিকে গাড়িসহ টাকা উদ্ধার করে ডিবি।

বিকেলে ডিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এই সময় গাড়িচালককে আটক করা হয়। তবে কত টাকা উদ্ধার করা হয়েছে তা এখনো জানা যায়নি।

বেসরকারি খাতের ব্যাংক ডাচ্-বাংলার এটিএম মেশিনে টাকা রিফিল করতে যাওয়ার পথে গাড়ি থেকে ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনতাই হয়ছ।

বৃহস্পতিবার (০৯ মার্চ) সকাল ৭টার দিকে রাজধানীর তুরাগ এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ডিবি সূত্র জানায়, ছিনতাই করা টাকার চারটি বক্স নিয়ে পালিয়েছিলেন ছিনতাইকারীরা।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে গাড়ি চালককে আটক করা হয় ঘটনার সাড়ে আট ঘণ্টার মধ্যে।

গাড়ি চালকের কাছ থেকে তিন বক্স টাকা উদ্ধার করা হয়েছে। একটি বক্স নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে গেছে।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে রাজধানীর উত্তরাসহ বিভিন্ন এলাকায় কড়া তল্লাশি চালায় পুলিশ।

দুপুরে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার এই তথ্য জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় ডাচ্-বাংলা ব্যাংকের টাকার গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটে।

সশস্ত্র একটি চক্র গাড়িটি ঘিরে ধরে টাকা ছিনতাই করে নিয়ে যায়।

গাড়িটি বুথে টাকা ঢোকাতে ঢাকা থেকে সাভার ইপিজেড যাচ্ছিল। পুলিশ বলছে, ব্যাংক দাবি করছে ওই গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা ছিল।

তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম এই বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, একদল সশস্ত্র লোক গাড়িটি আটকে অস্ত্রের মুখে টাকা লুট করে।

শেয়ারবাজার২৪

ডিএসইর সর্বশেষ লেনদেন চিত্র (% পরিবর্তন)

আরও পড়ুন : ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুকে ডিএসই’র চেয়ারম্যান নির্বাচিত

আরও পড়ুন : শেয়ারবাজার ঝুঁকিপূর্ণ হওয়ায় জেনে বুঝে বিনিয়োগ করা উচিত : ড. শেখ শামসুদ্দীন আহমদ

Facebook Comments Box

Posted ১১:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com