নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৭ জুলাই ২০২৫ | 127 বার পঠিত | প্রিন্ট
দেশের ব্যাংক খাতকে আরও শক্তিশালী ও জবাবদিহিমূলক করতে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে পুরোপুরি কার্যকর হচ্ছে ঝুঁকিনির্ভর তদারকি বা রিস্ক বেসড সুপারভিশন (RBS)। সোমবার (৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
তিনি বলেন, “শক্তিশালী ব্যাংক খাতের জন্য ঝুঁকিনির্ভর তদারকি প্রয়োজনীয়। তবে রাজনৈতিক সংস্কার ও বাংলাদেশ ব্যাংকের কার্যকর স্বাধীনতা ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।”
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ইতিমধ্যে ২০টি ব্যাংকে পরীক্ষামূলকভাবে এই নতুন তদারকি পদ্ধতি বাস্তবায়ন করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ সালের মধ্যে দেশের ৬১টি তফসিলি ব্যাংকেই রিস্ক বেসড সুপারভিশন চালু করা হবে। এর জন্য ১২টি কমিটি গঠিত হচ্ছে, যারা ৩৬০ ডিগ্রি বিশ্লেষণ ও তদারকি করবে।
গভর্নর আরও জানান, ক্ষতিগ্রস্ত ছয়টি ব্যাংকের মার্জ প্রক্রিয়া চলছে। তবে যৌক্তিক কারণ থাকলে কোন কোন ব্যাংক মার্জের বাইরে রাখা যেতে পারে। পাশাপাশি পুনর্গঠনের পরেও যদি কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদ ব্যর্থ হয়, তাদের পুনর্গঠন করা হবে।
তিনি আরও জানান, কিছু আর্থিক প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে—কেন তাদের কার্যক্রম বাতিল করা হবে না। সন্তোষজনক ব্যাখ্যা না এলে এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন গভর্নর।
নতুন তদারকি কাঠামোর আওতায় প্রতিটি ব্যাংকের আর্থিক, বাজার, পরিচালনাগত, আইনগত ও কৌশলগত ঝুঁকি বিশ্লেষণ করা হবে। ঝুঁকিপূর্ণ ক্ষেত্র চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেওয়া যাবে।
এই কাঠামোর সফল বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক তার অভ্যন্তরীণ বিভাগগুলো পুনর্গঠন করছে। নতুনভাবে গঠন করা হচ্ছে—
তদারকি নীতিমালা ও সমন্বয় বিভাগ
তথ্য বিশ্লেষণ ও ব্যবস্থাপনা বিভাগ
প্রযুক্তি ও ডিজিটাল ব্যাংকিং তদারকি বিভাগ
অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বিশেষ ঝুঁকি তদারকি বিভাগ
প্রতিটি ব্যাংকের জন্য আলাদা তদারকি টিম গঠন করা হবে এবং প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সহায়তায় প্রশিক্ষণ কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।
তথ্যভিত্তিক তদারকির জন্য তৈরি হচ্ছে নতুন তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ প্ল্যাটফর্ম। এর ফলে ঝুঁকির প্রকৃত চিত্র দ্রুত চিহ্নিত করা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ আরও সহজ হবে।
বাংলাদেশ ব্যাংক আশাবাদী, ঝুঁকিনির্ভর তদারকি কাঠামো চালুর মাধ্যমে ব্যাংক খাতে জবাবদিহি, সুশাসন ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত হবে— যা দেশের অর্থনৈতিক ভিত্তিকে আরও দৃঢ় করবে।
Posted ৯:৪৫ অপরাহ্ণ | সোমবার, ০৭ জুলাই ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.