নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | 147 বার পঠিত | প্রিন্ট
‘জেড’ থেকে মুক্ত হয়ে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি। আগামীকাল দেশের শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ার ‘এ’ ক্যাটাগরির হিসেবে লেনদেন হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ সময়ের জন্য কোম্পানিটির উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকরা ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড নেবেন। যে কারণে কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।
উল্লেখ্য, শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী, কোনো কোম্পানি নির্ধারিত সময়ের মধ্যে ঘোষিত ডিভিডেন্ডের ন্যূনতম ৮০ শতাংশ বিতরণ না করলে তাকে ‘জেড’ শ্রেণিভুক্ত করা যাবে। উল্লিখিত চার কোম্পানির পরিচালনা পর্ষদ নির্ধারিত সময়ের মধ্যে শেয়ারহোল্ডারদের ঘোষিত ডিভিডেন্ড দেয়নি।
শেয়ারবাজার২৪
Posted ১০:২০ অপরাহ্ণ | বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.