নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ | 134 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতের প্রতিষ্ঠান জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর ২০২৫) শেষে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় প্রথম প্রান্তিকের আর্থিক ফলাফল পর্যালোচনার পর প্রতিবেদনটি অনুমোদন করা হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, আলোচ্য প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) নেমে গেছে লোকসানে। কোম্পানিটি এই সময়ে শেয়ারপ্রতি ৫০ পয়সা লোকসান করেছে, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ৭৩ পয়সা শেয়ারপ্রতি আয়।
এ সময় কোম্পানির নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) হয়েছে মাইনাস ২ টাকা ১৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৫ পয়সা। অর্থাৎ, কোম্পানির পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহেও বড় ধরনের অবনতি হয়েছে।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৬ টাকা ৭৩ পয়সা, যা প্রতিষ্ঠানটির শক্তিশালী সম্পদভিত্তি নির্দেশ করে।
📉 বিশ্লেষকদের মতে, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও বিক্রয় আয় কমে যাওয়ায় কোম্পানিটি প্রান্তিকের শেষে লোকসানে পড়েছে, যা সামগ্রিক মুনাফাযোগ্যতায় চাপ সৃষ্টি করেছে।
Posted ৬:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.